আসন্ন চট্টগ্রাম প্রিমিয়ার ও ১ম বিভাগ ক্রিকেট লীগ উপলক্ষ্যে চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন এর আয়োজনে আম্পায়ার্স রিফ্রেসার্স কোর্স আগামী ১৯-২৩ জানুয়ারী প্রতিদিন সন্ধ্যা ৬:৩০ টা হতে রাত ৮ টা পর্যন্ত চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের কার্যালয়ে অনুষ্ঠিত হবে। উক্ত কোর্সের শুভেচ্ছা ফি নির্ধারণ করা হয়েছে তিনশত টাকা। এসোসিয়েশনের সকল নিয়মিত সদস্যদের উক্ত কোর্সে অংশগ্রহণ করার জন্য অনুরোধ করা হয়েছে। উক্ত কোর্সে অংশগ্রহণ না করলে পরবর্তীতে কোন ম্যাচে আম্পায়ারিং করা হতে বিরত রাখা হবে। বিস্তারিত জানার জন্য কোর্স চীফ কো-অর্ডিনেটর এবং এসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল আওয়াল বাবু (০১৭১১-০২৫১৬২) এর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। এখানে উল্লেখ্য চট্টগ্রাম লীগের প্রাক্তন ক্রিকেট খেলোয়াড়গণ উক্ত কোর্সে অংশ গ্রহণ করতে ইচ্ছুক হলে তাদেরকে অগ্রাধিকার দেয়া হবে।