গল্পে পড়েছি, শক্তিধর বনের বাঘ অনেক কষ্ট করে পশু শিকার করে খায়। বাঘ যখন বনের রাজা হয়ে যায় তখন বাঘের সামনে সুস্বাদু খাবার হরিণ, খরগোশ এসে ধরা দেয়।অলস বনের রাজা তখন কষ্টসাধ্য শিকার মহিষ ধরে খাওয়া ভুলে যায়। আমাদের জাতীয় ক্রিকেট দলের বর্তমান অবস্থাও তেমনি।তাদের আয় অনেক বেড়েছে। বি.সি.বি হতে প্রাপ্ত টাকা ছাড়াও তারা বি.পি.এল, আই.পি.এল, বিভিন্ন কোম্পানীর বিজ্ঞাপন, এ্যাড করে প্রচুর অর্থ উপার্জন করেছে।এছাড়া ব্যক্তিগত ব্যবসা বাণিজ্যের ব্যস্ততায় তারা যথাযথ অনুশীলন করতে পারছে না। কয়েকজন টাইগারের সম্পদ এত বেশী হয়ে গেছে যে, তাদের ক্যারিয়ার হারানোর কোন মাথা ব্যথা নেই। এই টি–টোয়েন্টি বিশ্বকাপে যার প্রতিফলন দেখলাম আমরা। অনুশীলন না করেই হোটেল আর ড্রসিংরুমে সময় কাটিয়ে বিশ্বকাপ মিশন শেষ করল টাইগাররা। অথচ টাইগাররা এটা ভুলে গেছে যে, বাংলাদেশের জাতীয় পতাকা, জাতীয় সংগীত ও ১৭ কোটি মানুষের আবেগ অনুভূতি তাদের সাথে মিশে একাকার হয়ে আছে। যা হবার তা হয়েছে, দেশের মানুষের চোখ খুলেছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে হাজার হাজার অবহেলিত ক্রিকেট প্রতিভা আছে যারা উপযুক্ত সরকারী বেসরকারী পৃষ্ঠপোষকতা পেলে যে কোন সময় ঝলসে উঠতে পারে। ছিনিয়ে আনতে পারে বিশ্বকাপও। তাই সময় ক্ষেপণ না করে, ক্রিকেটে নতুন টাইগারদের ব্যাপক হারে পৃষ্ঠপোষকতা করা হোক।
শাহ নেওয়াজ
মধ্যম হালিশহর, চট্টগ্রাম