ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া ব্যবহার কমানোর পরামর্শ বিসিবির

স্পোর্টস ডেস্ক | বুধবার , ২০ আগস্ট, ২০২৫ at ১২:৫০ অপরাহ্ণ

এশিয়া কাপের প্রস্তুতি ঘিরে মাঠে যেমন চলছে ফিটনেস ও স্কিল অনুশীলন, তেমনি মাঠের বাইরেও ব্যস্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গতকাল সকালে রাজধানীর এক হোটেলে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বিশেষ বৈঠকে বসেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অস্ট্রেলিয়া সফর শেষে দেশে ফিরে সরাসরি এই বৈঠকে যোগ দেন বিসিবি সভাপতি।

জাতীয় দলের চুক্তিবদ্ধ ক্রিকেটারদের পাশাপাশি আরও কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও উপস্থিত ছিলেন সেখানে। বিসিবির পরিচালক, মেডিকেল বিভাগ এবং কোচিং স্টাফের সদস্যরাও সভায় অংশ নেন। সভায় বিসিবি সভাপতি নিজে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করেন। মেডিকেল বিভাগ থেকেও আলাদা প্রেজেন্টেশন দেওয়া হয়। আলোচনায় উঠে আসে চিকিৎসা সেবা, প্রথম শ্রেণির ক্রিকেটে উইকেটের মান উন্নয়ন, নতুন ভেন্যু সংযোজনসহ নানা বিষয়।

পাশাপাশি খেলোয়াড়দের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়। যাতে বাইরের বিভ্রান্তি এড়িয়ে খেলার প্রতি মনোযোগ বাড়ানো যায়। এছাড়া মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সুইমিংপুল নির্মাণের পরিকল্পনা, ঢাকা শহরের বাইরে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) ম্যাচ আয়োজনের ফলে ভ্রমণজনিত ভোগান্তি এবং রমজানে খেলোয়াড়দের অতিরিক্ত কষ্টের বিষয়েও আলোচনা হয়।

পূর্ববর্তী নিবন্ধক্রিকেটারদের সাথে খোলামেলা আলোচনা বোর্ড পরিচালকদের
পরবর্তী নিবন্ধআবার জয়ের ধারায় ফিরল বাংলাদেশ ‘এ’ দল