ক্রিকেটারদের বয়কট প্রত্যাহার আজই মাঠে ফিরছে বিপিএল

নাজমুলকে বিসিবি অর্থ কমিটির প্রধান থেকে অব্যাহতি

স্পোর্টস ডেস্ক | শুক্রবার , ১৬ জানুয়ারি, ২০২৬ at ৭:০১ পূর্বাহ্ণ

আজ শুক্রবার থেকেই আবার শুরু হচ্ছে বিপিএল। গতকাল বৃহস্পতিবার বিপিএলের দুটি ম্যাচই বয়কট করেন ক্রিকেটাররা। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের কারণে তার পদত্যাগের দাবিতে ক্রিকেটারা এই ম্যাচ বয়কট করেন। এই দুটি ম্যাচ আজ শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যসচিব ইফতেখার রহমান। গুলশানের নাভানা টাওয়ারে বিসিবি কার্যালয়ে কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুনকে সঙ্গে নিয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন তিনি। এর আগে রাত ৮টার দিকে বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি কর্মকর্তারা। পরে রাত সাড়ে ১০টার দিকে নাভানা টাওয়ারে যান ক্রিকেটাররাও। তাদের সঙ্গে বৈঠকের পরই বিপিএল শুরুর ঘোষণা দেওয়া হয়। ওই বৈঠকে ক্রিকেটারদের পক্ষে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনসহ সব সিনিয়র ক্রিকেটার উপস্থিত ছিলেন।

অন্যদিকে বোর্ডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুন আবেদীন ফাহিম, ইফতেখার আহমেদ, ইফতেখার রহমান মিঠু, শানিয়ান তানিমসহ আরও কয়েকজন কর্মকর্তা। বৈঠক শেষে বিসিবি মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন রাত সাড়ে ১১টার দিকে নিশ্চিত করেন, আগামীকাল (আজ) থেকেই ক্রিকেটাররা মাঠে ফিরছেন। এর মধ্যে দিয়ে গত ৭২ ঘণ্টা ধরে ক্রিকেটাররা যে কঠোর অবস্থান নিয়েছিলেন সেই আন্দোলনের আপাতত ইতি ঘটল। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলসহ বোর্ড কর্তাদের সঙ্গে কোয়াব নেতৃবৃন্দের সরাসরি বৈঠক ও আলোচনার মাধ্যমেই এই সমাধান এসেছে।

বৃহস্পতিবার দুপুরে নোয়াখালী এঙপ্রেসের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্সসিলেট টাইটানসের ম্যাচ হওয়ার কথা ছিল। ম্যাচ দুটি শুক্রবার দুপুর ২টা ও সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। শুক্রবারে পূর্ব নির্ধারিত ম্যাচগুলো হবে শনিবার। শনিবারের ম্যাচগুলো হবে ১৮ জানুয়ারি। এছাড়া এলিমিনেটর ও কোয়ালিফায়ার১ আগামী ১৯ জানুয়ারি হওয়ার কথা থাকলেও তা ২০ জানুয়ারি নেওয়া হয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি আগের মতোই রাখা হয়েছে।

ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে না গেলে ক্রিকেটাররা ক্ষতিপূরণ পাবেন কি নাএ নিয়ে বিতর্কিত এক মন্তব্য করেন বিসিবির অর্থ বিভাগের প্রধান নাজমুল। পরিচালক হিসেবে তার পদত্যাগের জন্য গতকাল দুপুর পর্যন্ত সময় বেঁধে দিলেও তিনি তা করেননি। বিকেলে বিসিবি তাকে অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে সরিয়ে দেয়।

পরে ক্রিকেটারদের সংগঠন কোয়াব সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, এই সিদ্ধান্তকে স্বাগত জানান তারা। তবে সংগঠনটি জানায় নাজমুলকে তার মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।

কিন্তু বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল তাতে সম্মত হননি বলে জানা গেছে। ক্রিকেটারদের একটি সূত্র জানায়, বিসিবি সভাপতির সঙ্গে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ও সিনিয়র কয়েকজন ক্রিকেটারের সন্ধ্যায় ফোনে কথা হয়। আমিনুল ইসলাম বুলবুলের সাথেও ছিলেন আরও কয়েকজন বোর্ড পরিচালক। কথোপকথনে ক্রিকেটাররা ওই দাবি জানিয়ে বলেন, যেহেতু এই মুহূর্তে অনূর্ধ্ব১৯ দল ও নারী দল দেশের বাইরে খেলছে; একই সঙ্গে তারাও বিপিএল খেলতে চান; ক্রিকেটের বৃহত্তর স্বার্থে তারা কাল থেকে মাঠে নামতে প্রস্তুত। তবে সেটি শর্ত সাপেক্ষে। ক্রিকেটাররা শর্ত দেন, যেহেতু নাজমুল ক্রিকেটারদের নিয়ে সংবাদমাধ্যমে আপত্তিকর মন্তব্য করেছেন; তাকে সামাজিক যোগাযোগমাধ্যম বা অন্য কোনোভাবে এ জন্য প্রকাশ্যে দুঃখ প্রকাশ করে বক্তব্য দিতে হবে। একই সঙ্গে তার বিরুদ্ধে নেওয়া শাস্তিমূলক ব্যবস্থাও বহাল থাকতে হবে।

কিন্তু বিসিবি সভাপতি আমিনুল ক্রিকেটারদের এটি সম্ভব নয় বলে জানিয়েছেন। তার দাবি, নাজমুল এরই মধ্যে তাদের কাছে তার মন্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন। যেহেতু তিনি একজন সম্মানিত মানুষ, প্রকাশ্যে তিনি ক্ষমা চাইতে পারবেন না। বিসিবি সভাপতি তাকে এ ধরনের কোনো অনুরোধ করতে পারবেন না বলেও নাকি জানিয়ে দেন ক্রিকেটারদের। ক্ষুব্ধ ক্রিকেটাররা তখন বিসিবি সভাপতিকে বলেন, নাজমুল সম্মানিত ব্যক্তি, তাই বলে ক্রিকেটারদের কি সম্মান নেই! তিনি যেহেতু প্রকাশ্যে এ ধরনের মন্তব্য করেছেন, ক্ষমাও তাকে প্রকাশ্যেই চাইতে হবে। আমিনুল ক্রিকেটারদের এই প্রস্তাবে রাজি না হওয়ায় অসমাপ্তভাবেই শেষ হয় দুই পক্ষের আলোচনা।

তবে দাবি মানার আগেই খেলায় ফেরার ঘোষণা দিয়ে কোয়াবের সভাপতি মিঠুন বলেন, ক্রিকেটের ইন্টারেস্টে আমরা কালকে থেকে আবার মাঠে খেলা শুরু করছি এবং ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের ভালো আলোচনা হয়েছে। ওনারা ও আমরা কথোপকথনের মাধ্যমে একটা জায়গায় গিয়ে পৌঁছাতে পেরেছি, যেটাতে কোয়াবের যে মেম্বার এবং খেলোয়াড়দের পক্ষ থেকে যারা এসেছিল সবাই সেটা গ্রহণ করেছে।

পরে কোয়াবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটি থেকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। যেহেতু তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তার পরিচালক পদ নিয়ে প্রক্রিয়াগত কারণে বিসিবি সময় চেয়েছে, সেই সময়টুকু আমরা দিতে চাই। তবে আশা করব, সেই প্রক্রিয়া চলতে থাকবে।

পূর্ববর্তী নিবন্ধস্ত্রী-কন্যাকে নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ
পরবর্তী নিবন্ধজুলাই যোদ্ধাদের দায়মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন