ক্যালিফোর্নিয়ায় রাউজানের জয়াস রঞ্জনের কৃতিত্ব

| বুধবার , ১৪ জুলাই, ২০২১ at ১১:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশি হিসেবে প্রথম এশিয়ান আমেরিকান স্টাডিজ বিষয়ে স্নাতক সম্মান অর্জন করেছেন রাউজানের সন্তান জয়াস রঞ্জন বড়ুয়া। এরপর তিনি গত ১৮ জুন আনুষ্ঠানিকভাবে ইউএস নেভিতে ‘অফিসার এনসাইন’ পদে যোগদান করেন।তাঁকে ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া থেকে ইউএস নেভিতে যোগদানের জন্য স্কলারশিপ দিয়ে সম্মানিত করা হয়। তিনি রত্নজিৎ বড়ুয়া ও বৈশাখি বড়ুয়ার বড় ছেলে। উল্লেখ্য, তিনি চট্টগ্রামের রাউজানের বেতাগী নিবাসী মুক্তিযোদ্ধা শহীদ সুপতি রঞ্জন বড়ুয়া ও ডা. রেণুকণা বড়ুয়ার নাতি। বর্তমানে জয়াস রঞ্জন বড়ুয়া স্যান দিয়াগো ক্যালিফোর্নিয়ায় নেভি শিপ ইউএসএস প্রিভেলে অফিসার পদে নিয়োজিত রয়েছেন।

পূর্ববর্তী নিবন্ধসড়ক দুর্ঘটনায় আহত যুবকের মৃত্যু
পরবর্তী নিবন্ধভাটিয়ারীতে ওয়ার্ড ভিত্তিক ভ্যাকসিন নিবন্ধন কার্যক্রম উদ্বোধন