ক্যালিফোর্নিয়ায় এক বাড়িতে গুলিতে ছয় মাসের শিশুসহ নিহত ৬

| বুধবার , ১৮ জানুয়ারি, ২০২৩ at ৬:৪১ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এক বাড়িতে গুলিতে ছয় মাসের একটি শিশু, ১৭ বছর বয়সী এক মা’সহ ছয়জন নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় ভোরে অঙ্গরাজ্যটির গোশেন শহরে ঘটনা ঘটে। কর্তৃপক্ষ একে পরিকল্পিত হামলা ও ভয়াবহ হত্যাকাণ্ড বলে বর্ণনা করেছে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

টু্‌ল্যারি কাউন্টির শেরিফ মাইক বুড্র সোমবার সাংবাদিকদের জানান, হার্ভেস্ট রোডের ৬৮০০ ব্লকে ছয়জনকে গুলি করে মারা হয়েছে। খবর বিডিনিউজের।

ঘটনায় অন্তত দুই সন্দেহভাজন জড়িত ছিল এবং তারা ধরা পড়েনি বলে জানিয়েছেন তিনি। বুড্র বলেছেন, আমরা আরও বিশ্বাস করি, এটি হঠাৎ করে ঘটা কোনো সহিংসতা নয়। আমাদের বিশ্বাস, পরিবারটিই হামলার লক্ষ্য ছিল।

পূর্ববর্তী নিবন্ধরেকর্ড ভাঙা উড্ডয়ন বিশ্বের সবচেয়ে বড় প্লেনের
পরবর্তী নিবন্ধসুপারকার বানিয়ে তাক লাগাচ্ছে তালেবান