যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডের বেশ কয়েকটি নির্বাচন বোর্ড এবং ক্যালিফোর্নিয়ার অন্তত দুটি কাউন্টির নির্বাচন দপ্তরে শুক্রবার বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে বলে অঙ্গরাজ্য কর্তৃপক্ষ জানিয়েছে। তবে সবাই নিরাপদ আছেন এবং আইন প্রয়োগকারী কর্মকর্তারা তদন্ত করছেন বলে জানিয়েছে তারা। মেরিল্যান্ডে যখন হুমকি আসে তখন নির্বাচনী কর্মকর্তারা ডাক যোগে আসা ভোট গণনা করছিলেন। খবর বিডিনিউজের।
অঙ্গরাজ্যটির নির্বাচন বিষয়ক প্রশাসক জ্যারেড ডিম্যারিনিস জানান, হুমকি পাওয়ার পর সবাইকে সরিয়ে নিয়ে কিছু ভবন খালি করে ফেলা হয়। তিনি এই হুমকিকে কাপুরুষোচিত বলে অভিহিত করে জানান, স্থানীয় কর্মকর্তারা শনিবার থেকে আবার গণনা শুরু করবেন।
সামাজিক মাধ্যম এক্স–এ করা এক পোস্টে পুলিশ বলেছে, বাল্টিমোর কাউন্টি নির্বাচন দপ্তরগুলোর বোর্ড ইমেইলের মাধ্যমে বোমা হামলার হুমকি পেয়েছে এ বিষয়ে বাল্টিমোর কাউন্টি পুলিশ বিভাগ জ্ঞাত আছে এবং ঘটনাটি নিয়ে তদন্ত করছে।
পরে তারা জানায়, তদন্তে এই হুমকিটি ভিত্তিহীন বলে নিশ্চিত হয়েছে। ক্যালিফোর্নিয়ার অরেঞ্জ কাউন্টির সান্তা আনার একটি দপ্তরে ভোটারদের নিবন্ধক একটি বোমা হামলার হুমকি পাওয়ার পর সবাইকে সরিয়ে নিয়ে ভবনটি খালি করে ফেলা হয়। এরপর বোমা শনাক্তকরণের জন্য প্রশিক্ষিত কুকুর দিয়ে সেখানে তল্লাশি চালানো হয়।
কর্মকর্তারা জানান, কোনো বিস্ফোরক পাওয়া যায়নি, শনিবার থেকে স্বাভাবিক কার্যক্রম আবার শুরু করা হবে। ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টির ভোটার নিবন্ধক জানিয়েছেন, হুমকির মুখে তাদের কেন্দ্রীয় গণনা ভবনও খালি করে ফেলা হয়েছিল কিন্তু বোমা স্কোয়ার্ড কোনো বিস্ফোরক পায়নি।
ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসোমের এবং মেরিল্যান্ডের গভর্নর ওয়েস মুরের দপ্তর জানিয়েছে, তারা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে কাজ করছে। মঙ্গলবার অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেমোক্র্যাট কমলা হ্যারিসকে পরাজিত করেছেন রিপাবলিকান প্রার্থী ডনাল্ড ট্রাম্প।
তারপরেও যুক্তরাষ্ট্রের কিছু কিছু স্থানে স্থানীয়, কংগ্রেসের ও প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গণনা অব্যাহত আছে। এফবিআই জানিয়েছে, মঙ্গলবার পাঁচটি ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্য–জর্জিয়া মিশিগান, অ্যারিজোনা, উইসকনসিন ও পেনসিলভেইনিয়ার ভোটকেন্দ্রগুলোতে বোমা হামলার ভুয়া হুমকি দেওয়া হয়। এসব হুমকি রাশিয়ার ইমেইল ডোমেইনগুলো থেকে এসেছে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়া যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করার কথা অস্বীকার করেছে।