যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় একটি বাইকার বারে গোলাগুলিতে চারজন নিহত এবং আরো ছয়জন আহত হয়েছেন। পুলিশ জানায়, অরেঞ্জ কাউন্টির কুকস কর্নারে যে চারজন নিহত হয়েছেন তাদের মধ্যে হামলা চালানো বন্দুকধারীও রয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান কাউন্টি ফায়ার চিফ ব্রিয়ান ফেনিসি। আমেরিকায় গত কয়েক বছরে বন্দুক হামলা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। খবর বিডিনিউজের।
শুধু এ বছরই সেখানে চারশ’র বেশি বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দ্য গান ভায়োলেন্স আর্কাইভ। এবারের ঘটনাটি ঘটে বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টার দিকে। বারে স্প্যাগেটি নাইট এবং রক মিউজিক শো চলছিল। গৃহবিবাদ থেকে গোলাগুলির ওই ঘটনাটির সূত্রপাত হয় বলে ধারণা করা হচ্ছে। বন্দুকধারী আইনশৃঙ্খলা বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা ছিলেন। স্ত্রীর সঙ্গে তার ঝগড়া থেকে গোলাগুলির ঘটনার সূত্রপাত হয় বলে সিবিএস নিউজের খবরে বলা হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে অন্তত একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। স্যান্টা অ্যানা মাউন্টেইনস এর পাদদেশ দিয়ে যারা বাইক চালান তাদের কাছে কুকস কর্নার বারটি বেশ জনপ্রিয়। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণে আরো কঠোর আইন প্রণয়নের বিষয়টি এখন যুক্তরাষ্ট্রে বড় এক রাজনৈতিক ইস্যুতে পরিণত হয়েছে। নানা জরিপে দেখা গেছে, বেশিরভাগ আমেরিকান আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ আইন আরো কঠোর করার পক্ষে। যদিও রিপাবলিকান দলের অনেক নেতা এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন।