ক্যারিয়ারে কয়েকবার বিরতি নিয়েছি, এটা প্রথম না : তাহসান

| শনিবার , ৮ নভেম্বর, ২০২৫ at ১০:৫৫ পূর্বাহ্ণ

২৫ বছরের ক্যারিয়ারে কয়েকবার বিরতি নিয়েছি, এটা প্রথম না। যখন আমার ব্যান্ড ব্ল্যাক ছেড়ে একক ক্যারিয়ারে আসি তখন কয়েক বছর লাইভ কনসার্ট করিনি। এরপর যখন স্কলারশীপ নিয়ে মাস্টার্স করতে যুক্তরাষ্ট্রে যাই তখন দুই বছর টানা কোন গানও প্রকাশ পায়নি, কনসার্টও করিনি। আমি বিরতি নিয়েছি, বিরতি নিলে বুঝা যায় আমার ক্যারিয়ার কোন দিকে যাবে। এখন আরেকটা বিরতি যাচ্ছে। কথাগুলো বললেন সংগীতশিল্পী তাহসান খান। গেল সেপ্টেম্বরে গান ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। এর আগে অভিনয় ছাড়ার ঘোষণাও দিয়েছেন। বিষয়টি নিয়ে গত বৃহস্পতিবার রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে অংশ নিয়ে ক্যারিয়ার প্রসঙ্গে কথা বলেন জনপ্রিয় এই গায়ক। খবর বাংলানিউজের।

তিনি বলেন, গত ২৫ বছরে যত গান লেখা ছিল, এতে যে পরিমাণ ভালোবাসা পাওয়ার কথা ছিল তার চেয়ে অনেক বেশি পেয়েছি। এখন আরও করতে থাকলে বিষয়টা বোরিং হয়ে যাবে। গানের মানুষ হিসেবে আপনাদের অনেক ভালোবাসা পেয়েছি, এখন মনে হয় একটু বিরতি দরকার। পরে কি হয় সেটা পরে দেখা যাবে।

পূর্ববর্তী নিবন্ধমা হলেন ক্যাটরিনা কাইফ
পরবর্তী নিবন্ধপ্রতিভাসের নতুন প্রযোজনা পাপ টিআইসিতে ১০ ও ১১ নভেম্বর