ক্যারিয়ারের ১৮ বছর

| সোমবার , ২৯ মার্চ, ২০২১ at ৭:১৭ পূর্বাহ্ণ

আশির দশকে শিশুশিল্পী হিসেবে প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান তেলেগু সুপারস্টার আল্লু অর্জুন। তবে নায়ক হয়ে তিনি প্রথমবার পড় পর্দায় আসেন ২০০৩ সালে। গতকাল রোববার আল্লু অর্জুন নায়ক হিসেবে ক্যারিয়ারের ১৮ বছর পূর্ণ করলেন। এজন্য স্টাইলিশ এই অভিনেতা অনুরাগীদের ধন্যবাদ জানিয়েছেন। খবর বাংলানিউজের।
‘আরিয়া’খ্যাত এই অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ১৮ বছর আগে আমার প্রথম সিনেমা মুক্তি পেয়েছিল। এই দীর্ঘ যাত্রায় যারা আমার পাশে ছিলেন প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। বছরের পর বছর ধরে আমার প্রতি সবার ভালোবাসার জন্য সত্যই আমি ধন্য। কে রাঘাবেন্দ্র রাও পরিচালিত ‘গাঙ্গুত্রি’ হচ্ছে আল্লু অর্জুনের প্রথম সিনেমা। এরপর ‘আরিয়া’, ‘আরিয়া ২’, ‘বনি’, ‘হ্যাপি’, ‘পারুগু’, ‘বারুদু’ ও ‘জুলাই’র মতো বেশকিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন তিনি। তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘আল বৈকুণ্ঠাপুরামুলু’। ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি ব্লকবাস্টার হিট।

পূর্ববর্তী নিবন্ধইসলামে জঙ্গিবাদের কোন ঠাঁই নেই
পরবর্তী নিবন্ধশাকিবকে হাতির শুভেচ্ছা