আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার আইসিসি র্যাঙ্কিংয়ে পেলেন নাজমুল হোসেন শান্ত। ব্যাটারদের তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছেন বাংলাদেশ অধিনায়ক। ছেলেদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার প্রকাশ করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। শান্ত ছাড়াও ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়েছেন মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, মোস্তাফিজুর রহমান। সংযুক্ত আরব আমিরাত সফরে আফগানিস্তানের বিপক্ষে প্রথম দুই ওয়ানডেতে ৪৭ ও ৭৬ রানের ইনিংস খেলেন শান্ত। পরে কুঁচকির চোটে ছিটকে যান তৃতীয় ম্যাচ থেকে। তবে দুই ম্যাচের পারফরম্যান্সেই ১১ ধাপ এগিয়েছেন বাঁহাতি ব্যাটসম্যান। এখন ৬০৪ রেটিং পয়েন্ট নিয়ে মোহাম্মদ রিজওয়ানের সঙ্গে যৌথভাবে ২৩ নম্বরে অবস্থান করছেন শান্ত। এটিই তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। বর্তমানে বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যেও সবার ওপরে তিনি। শেষ ওয়ানডেতে ৯৮ রানের ইনিংস খেলে ১০ ধাপ এগিয়ে ৪৪ নম্বরে উঠেছেন মাহমুদউল্লাহ। প্রথম ম্যাচের পর আঙুলের চোটে ছিটকে যাওয়া মুশফিকুর রহিম ৭ ধাপ পিছিয়ে নেমে গেছেন ৪৪ নম্বরে। বাংলাদেশের আর কোনো ব্যাটসম্যান পঞ্চাশের ভেতরে নেই। শীর্ষস্থান ধরে রেখেছেন বাবর আজম। বোলারদের র্যাঙ্কিংয়ে ৯ ধাপ এগিয়ে লুঙ্গি এনগিডির সঙ্গে যৌথভাবে ২৩ নম্বরে উঠেছেন মিরাজ, তিন ম্যাচে আঁটসাঁট বোলিংয়ে ৩ উইকেট নেন তিনি। সিরিজে সর্বোচ্চ ৮ উইকেট পাওয়া মোস্তাফিজ ৬ ধাপ এগিয়ে প্যাট কামিন্সের সঙ্গে যৌথভাবে ৩৬ নম্বরে। এছাড়া এক ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠেছেন তাসকিন আহমেদ। বিবর্ণ সিরিজ কাটিয়ে ১০ ধাপ পিছিয়ে ৩৪ নম্বরে নেমে গেছেন শরিফুল ইসলাম। এই তালিকায় এখন সবার ওপরে শাহিন শাহ আফ্রিদি। অলরাউন্ডারদের তালিকায় শীর্ষস্থান আরও পোক্ত করেছেন বাংলাদেশের বিপক্ষে ব্যাটে–বলে আলো ছড়ানো মোহাম্মাদ নাবি। সিরিজের তিন ম্যাচে ১১৬ রান ও ৩ উইকেট নিয়ে ৪ ধাপ এগিয়ে চার নম্বরে উঠেছেন মিরাজ।