ক্যারিয়ার নিয়ে আতঙ্কিত আর্চার

| শনিবার , ২০ এপ্রিল, ২০২৪ at ৮:৪০ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ক্রিকেটে আরও একটি বছর যাওয়াআসার মধ্যে থাকতে হতে পারে বলে শংকিত হয়ে পড়েছেন ইংল্যান্ড পেসার জোফরা আর্চার। ইনজুরির সাথে লড়াই করার মানসিকতা থাকলেও আর্চার বলেন আমি জানি না, আমাকে আরও একটি বছর যাওয়াআসার মধ্যে থাকতে হবে কিনা। গত অক্টোবরে ইংল্যান্ডের সাথে দুই বছরের কেন্দ্রীয় চুক্তি স্বাক্ষর করেছিলেন ২৯ বছর বয়সী আর্চার। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেন তিনি। তৎকালীন ইনজুরিতে তার ক্যারিয়ার হুমকির মুখে পড়েছে এবং ডানহাতের কনুইতে চিড় ধরায় গত বছরের পুরো ঘরোয়া মৌসুমেই খেলতে পারেননি সাসেক্সের পেসার আর্চার। ২০১৯ সালে ঘরের মাঠে ওয়ানডে বিশ্বকাপ দিয়ে নজরে স্পট লাইটে আসেন আর্চার। আসরের ফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে সুপার ওভারে দারুন বোলিংয়ে ইংল্যান্ডকে শিরোপার স্বাদ দেন তিনি। আগামী জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাটিতে শুরু হতে যাওয়া টিটোয়েন্টি বিশ্বকাপ দিয়ে মাঠে ফেরার প্রত্যাশা এই ডানহাতি পেসারের।

তবে আর্চার মনে করেন, আরও একটি স্বপ্ন ভঙ্গের ফলে যে মানসিক এবং শারীরিক ধাক্কা আসবে সেটি মানিয়ে নেওয়া কঠিন হবে। ফোরকাস্টস অ্যাথলেট ভয়েস পডকাস্টে আর্চার বলেন সত্যি বলতে, আমি জানি না আমার জন্য আরও একটি যাওয়াআসার বছর আছে কিনা। এটা সত্যি যে, আমি জানি না আরও একটি বছর আমার জন্য কি অপেক্ষা করছে। আমি পুরো এক বছর ক্রিকেট থেকে দূরে আছি। গত বছর জানুয়ারি থেকে মে পর্যন্ত খেলেছিলাম। আমার মনে হয়, আগের বছর সাসেক্সের হয়ে এক বা দু’টি ম্যাচ খেলেছি। কিন্তু আমি পুরো বছর খেলেনি। এই মাসের শুরুর দিকে ইংল্যান্ড ক্রিকেটের প্রধান রব কি জানিয়েছেন, ২০২৫ সাল পর্যন্ত কোন টেস্ট ম্যাচ খেলবেন না আর্চার। আগামী টিটোয়েন্টি বিশ্বকাপই আর্চারের মূল্য লক্ষ্য।

পূর্ববর্তী নিবন্ধঅনূর্ধ্ব-১৫ চট্টগ্রাম বিভাগীয় ফুটবল দলের কোচ-ম্যানেজার মনোনীত
পরবর্তী নিবন্ধমুশতাকের নিয়োগকে দারুণ বললেন সুজন