ক্যারিবীয় সাগরে মার্কিন হামলা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড : জাতিসংঘ

| বৃহস্পতিবার , ২৩ অক্টোবর, ২০২৫ at ১২:৫২ অপরাহ্ণ

ক্যারিবীয় সাগরের আন্তর্জাতিক জলসীমায় ভেনেজুয়েলার নৌযানগুলোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের হামলা উত্তেজনার বিপজ্জনক বৃদ্ধি এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সামিল বলে মন্তব্য করেছে জাতিসংঘের স্বাধীন বিশেষজ্ঞদের একটি দল। গত কয়েক সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্যারিবীয় সাগরে অন্তত ছয়টি সন্দেহভাজন মাদকবাহী নৌযানে আঘাত হানার নির্দেশ দেন। এসব হামলায় অন্তত ২৭ জন নিহত হন। খবর বিডিনিউজের।

ট্রাম্পের অভিযোগ, ভেনেজুয়েলা থেকে আসা ও এর প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সম্পর্কিত একটি মাদক সন্ত্রাসী হুমকির মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। এই কথিত হুমকির বিরুদ্ধে ট্রাম্পের চলমান সামরিক অভিযানের অংশ হিসেবে ওই হামলাগুলো চালানো হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে উত্তর কোরিয়া
পরবর্তী নিবন্ধবুদাপেস্টে ট্রাম্প-পুতিন বৈঠক হচ্ছে না