ক্যারিবীয়দের কাছে হোয়াইটওয়াশ মেয়েরা

স্পোর্টস ডেস্ক | রবিবার , ২ ফেব্রুয়ারি, ২০২৫ at ৮:০৩ পূর্বাহ্ণ

ক্যারিবীয়দের বিপক্ষে টানা তিন ম্যাচেই পরাজয় সঙ্গী হলো বাংলাদেশের মেয়েদের। গতকাল শনিবার ভোরে সফরের সর্বশেষ টিটোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হেরে হোয়াইটওয়াশ হয়েছে নিগার সুলতানার দল। ওয়ার্নার পার্কে টিটোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ ২০ ওভারে ৮ উইকেটে ১০৪ রানেই থেমে যায়। নিয়মিত বিরতিতে উইকেট হারানোয় পুঁজি বড় হয়নি। ওপেনার ডালিয়া আক্তার ১৬ বলে করেন ২১ রান। আরেক ওপেনার মুরশিদা খাতুনের ব্যাট থেকে আসে ১২ বলে ১৩। এরপর বলতে গেলে একাই লড়াই করেছেন নিগার সুলতানা। সতীর্থদের আসা যাওয়ার মাঝে একটা প্রান্ত ধরে রেখে শেষ পর্যন্ত খেলে যান তিনি। ইনিংসের শেষ বলে ৪৩ বলে ৩৩ করে আউট হন তিনি। ওয়েস্ট ইন্ডিজের জেনিলিয়া গ্লাসগো ১৫ রানে নেন ৩টি উইকেট। ১০৫ রানের লক্ষ্য রান তাড়া করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ জয় তুলে নেয় ৫ উইকেট ও ৯ বল হাতে রেখে। বাংলাদেশের বোলাররা অবশ্য লড়াই করেছেন। একটা সময় ৬১ রানে ক্যারিবীয়দের ৫ উইকেট তুলে নিয়ে জয়ের আশাও জাগিয়েছিলেন তারা। তবে লক্ষ্য ছোট থাকায় ষষ্ঠ উইকেটে দেখেশুনে খেলে শেষ পর্যন্ত ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন সাবিকা গজনবি (২৫ বলে ২৭) ও জাইদা জেমস (২২ বলে ১৪)। বাংলাদেশের সুলতানা খাতুন আর ফাহিমা খাতুন নেন দুটি করে উইকেট।

পূর্ববর্তী নিবন্ধরাষ্ট্রে গুরুত্বপূর্ণ অবদান রাখবে হাফেজগণ
পরবর্তী নিবন্ধতারুণ্যের উৎসব উপলক্ষে চট্টগ্রামে আর্চারী উৎসব আজ