ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে দল ঘোষণা

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ৩ ডিসেম্বর, ২০২৪ at ১১:১১ পূর্বাহ্ণ

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের জন্য বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা করেছে বিসিবি। এ দলে নেই সাকিব আল হাসান। ওয়েস্ট ইন্ডিজে চলমান টেস্ট সিরিজের মতো ওয়ানডে সিরিজেও থাকছেন না নাজমুল হোসেন শান্ত। চোটাক্রান্ত অধিনায়কের জায়গায় দলকে নেতৃত্ব দেবেন মেহেদী হাসান মিরাজ। সবশেষ গত মাসে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে শান্ত খেলতে না পারায় নেতৃত্বে অভিষেক হয় মিরাজের। এরপর এখন ওয়েস্ট ইন্ডিজ সফরে টেস্ট সিরিজেও ভারপ্রাপ্ত অধিনায়কের দায়িত্ব পালন করছেন এই অলরাউন্ডার। টেস্ট সিরিজে যেতে না পারা অভিজ্ঞ মুশফিকুর রহিম খেলতে পারবেন না ওয়ানডে সিরিজেও।

পাশাপাশি চোটের কারণে ছিটকে গেছেন তাওহিদ হৃদয়ও। সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকার জন্য ছুটি পেয়েছেন মোস্তাফিজুর রহমান। গত মাসে আফগানদের বিপক্ষে সিরিজের স্কোয়াড থেকে তাই এবার পরিবর্তন আছে বেশ কিছু। দলে ফিরেছেন ব্যাটসম্যান আফিফ হোসেন ও পেসার তানজিম হাসান। চোটের কারণে আফগানদের বিপক্ষে সিরিজে না থাকা লিটন কুমার দাস ও ওই সিরিজে বিশ্রামে থাকা হাসান মাহমুদ ফিরেছেন দলে। ছয়টি টিটোয়েন্টি খেলা পারভেজ হোসেন ইমন এবার পেয়েছেন ওয়ানডে দলের ঠিকানা। এর আগে প্রাথমিক স্কোয়াডে থাকলেও ওয়ানডের চূড়ান্ত দলে আগ্রাসী এই ওপেনারের জায়গা হলো প্রথমবার। দল ঘোষণার সংবাদ বিজ্ঞপ্তিতে বেশ কজনের থাকা ও না থাকার ব্যাখ্যা দেওয়া হলেও সাকিবকে নিয়ে কিছু উল্লেখ করা হয়নি। নির্বাচক হান্নান সরকার শুধু বলেন, ‘বিসিবির পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে, সাকিব এই সিরিজে আনঅ্যাভেইলঅ্যাবল।’

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচের পর চোটের কারণে ছিটকে যান মুশফিক, দ্বিতীয় ম্যাচের পর ছিটকে পড়েন শান্ত। এখনও সুস্থ হয়ে উঠতে পারেননি দুজন। হৃদয় চোটে পড়েন কিছুদিন আগে ব্যক্তিগত অনুশীলনের সময়। বিসিবির চিকিৎসক মঞ্জুর হোসেন চৌধুরি জানান, দুই সপ্তাহ পর আবার পর্যালোচনা করে দেখা হবে এই ব্যাটসম্যানের চোটের অবস্থা। আফগানিস্তানের বিপক্ষে সিরিজে এক ম্যাচ খেলে চার রানে আউট হওয়া জাকির আবার জায়গা হারিয়েছেন দলে। দলে ফেরা আফিফ হোসেন তার ৩১ ওয়ানডের সবশেষটি খেলেছেন গত ডিসেম্বরে নিউ জিল্যান্ড সফরে। চোট কাটিয়ে জায়গা ফিরে পেয়েছেন তানজিম হাসান। আগ্রাসী এই পেসার এখন গায়ানায় গ্লোবার সুপার লিগ টিটোয়েন্টিতে খেলতে, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের হয়ে। সেখানে তিন ম্যাচে নিয়েছেন চার উইকেট। প্রথমবার সুযোগ পাওয়া পারভেজ ৫৪টি লিস্ট ‘এ’ ম্যাচে চার সেঞ্চুরিতে ১ হাজার ৮৫২ রান করেছেন ৩৫.৬১ গড় ও ৮৮.৪০ স্ট্রাইক রেটে। সেন্ট কিটসে ওয়ানডে সিরিজের ম্যাচ তিনটি হবে আগামী ৮, ১০ ও ১২ ডিসেম্বর।

বাংলাদেশ স্কোয়াড : মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), লিটন কুমার দাস, তানজিদ হাসান, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, মাহমুদউল্লাহ, জাকের আলি, আফিফ হোসেন, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, তানজিম হাসান, নাহিদ রানা।

পূর্ববর্তী নিবন্ধআয়ারল্যান্ডের বিরুদ্ধে মেয়েদের টি-টোয়েন্টি দল
পরবর্তী নিবন্ধকোচের প্রতি বিশ্বাস রেখে বদলে গেছেন শারমিন