ক্যারাভ্যান সরাই

শাহীন মাহমুদ | শুক্রবার , ১২ ফেব্রুয়ারি, ২০২১ at ৯:৪১ পূর্বাহ্ণ

ক্যারাভ্যান সরাইখানায় জ্বলছে চিবুক
ক্রিয়াপদ গুলো উপড়ে গেছে ওয়াইন ফেনায়
প্রতিটি ঢেউয়ে ভেঙ্গে পড়ছে মাটির সেতার
অন্তমিলে অন্তমিলে উদক দু-চোখ
অনাহারী বাতাসে শরবিদ্ধ সারস।
নৈঃশব্দ চেয়ে থাকে মায়া- ধুয়াটে উদ্বাস্তু কুয়াশা
কবিতার ক্যারাভ্যান ভেসে যায়
ব্রহ্মতালুতে জমে যায় ঘুমের নুপূর
রক্তকোরকের ভাঁজে
ভেঙ্গে পড়ে ভায়োলিনস্বর
হাড়গোড় রাতের গহীনে বাজে টুংটাং।

পূর্ববর্তী নিবন্ধখুলশী মার্টের ‘টুগেদার ফর হিউমিনিটি’ কার্যক্রম উদ্বোধন
পরবর্তী নিবন্ধকষ্টরাঙা আঙুলে