ক্যাম্প থেকে পালানো ৩২ রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩১ আগস্ট, ২০২৩ at ৬:০৩ পূর্বাহ্ণ

উখিয়ার আশ্রয় ক্যাম্প থেকে পালিয়ে যাওয়া ৩২ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার উখিয়ার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ এসব রোহিঙ্গাদের আটক করে।

উখিয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলী জানান, উখিয়া কলেজ সংলগ্ন পুলিশ চেক পোস্ট, কুতুপালং ও বালুখালীতে অভিযান চালিয়ে এসব রোহিঙ্গাদের আটক করা হয়েছে। আটকদের কেউ কেউ বেআইনিভাবে ইজিবাইক ও সিএনজি অটোরিকশা চালানোর সময় আটক হয়।

ওসি জানান, কেউ কেউ ক্যাম্প থেকে পালিয়ে দেশের বিভিন্ন স্থানে নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িয়ে পড়ার সন্দেহে আটক করা হয়েছে। আটককৃতদের সংশ্লিষ্ট ক্যাম্প কতৃপক্ষের নিকট হস্তান্তর করা হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী নিবন্ধপ্রত্যাশার চেয়ে আয় কম হচ্ছে বন্দর ও কাস্টমসের
পরবর্তী নিবন্ধখাগড়াছড়িতে ৬৫ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ