ক্যাম্প থেকে পালানোর সময় ২৬০ রোহিঙ্গা আটক

উখিয়া প্রতিনিধি | বুধবার , ২০ সেপ্টেম্বর, ২০২৩ at ৪:৪৮ পূর্বাহ্ণ

উখিয়ায় অস্থায়ী তল্লাশি চৌকিতে কক্সবাজারমুখী যানবাহন থেকে ২৬০ জন রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার আটক এসব ক্যাম্প পালানো রোহিঙ্গাদের সংশ্লিষ্ট ক্যাম্প কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে বলে জানা গেছে।

সূত্র জানায়, আটককৃত রোহিঙ্গাদের স্বীকারোক্তি অনুযায়ী তারা নানা কাজের বাহানায় ক্যাম্পের আশ্রয়স্থল ছেড়ে দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ছে। উখিয়ার ২১টি আশ্রয় ক্যাম্পের অভ্যন্তরে বিভিন্ন স্থানে এপিবিএন পুলিশের অন্তত ১০টি চেকপোস্ট রয়েছে। এসব চেকপোস্ট ফাঁকি দিয়ে কাঁটা তারের বিভিন্ন স্থান দিয়ে অসংখ্য রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, গতকাল মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত তল্লাশি অভিযানে বিভিন্ন যানবাহন থেকে ২৬০ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। ক্যাম্প ছেড়ে পালানোর সময় গতকাল মঙ্গলবার উখিয়া টিএন্ডটি এলাকায় স্থাপিত অস্থায়ী চেকপোস্টে কঙবাজারমুখী বিভিন্ন যানবাহন তল্লাশিকালে এসব রোহিঙ্গাদের আটক করা হয়েছে। গতকাল বিকেলে আটককৃতদের কুতুপালং ক্যাম্প কর্তৃপক্ষের মাধ্যমে সংশ্লিষ্ট ক্যাম্পে হস্তান্তর করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধএখন থেকে চসিকের গাড়ি মেরামত করবে বিআরটিসি
পরবর্তী নিবন্ধতৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের, মহাসচিব তৈমুর