ক্যাম্প থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি নিয়ে রোহিঙ্গা সন্ত্রাসী গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | শুক্রবার , ৫ জুলাই, ২০২৪ at ৭:১২ পূর্বাহ্ণ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবা ও অস্ত্র ও গুলি নিয়ে এক রোহিঙ্গা সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত বুধবার ৩ টার দিকে এই যৌথ অভিযান চালানো হয়। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব১৫ এর মিডিয়া কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী। গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীর নাম মো. আজিজুল হক প্রকাশ সাব মিয়া (৪০)। সে লম্বাশিয়া ব্লক/, ক্যাম্প/ওয়েস্ট এর মৃত আবদুস ছালামের ছেলে।

র‌্যাব জানায়, আজিজুল হকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাকে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা চলমান থাকে।

উখিয়া ৮ নং রোহিঙ্গা ক্যাম্পে ইয়াবা ক্রয়বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করার গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব১৫, বিজিবি এবং ৮ ও ১৪ এপিবিএন যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনাকালে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে কৌশলে পালানোর সময় মো. আজিজুল হককে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

পরবর্তীতে তার দেহ তল্লাশী করে ১টি বিদেশী পিস্তল, ১১ রাউন্ড তাজা কার্তুজ, ৭ রাউন্ড কার্তুজের খোসা এবং ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধার হওয়ার আলামতসহ গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে উখিয়া থানায় হস্তান্তর করা হয়।

পূর্ববর্তী নিবন্ধলোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধার
পরবর্তী নিবন্ধঘরে ঢুকে চুরি করে পালানোর সময় যুবক পাকড়াও