উখিয়ার শ্রম বাজারে ঢুকে পড়েছে হাজারো রোহিঙ্গা। এছাড়া শ্রম বিক্রির জন্য ক্যাম্প থেকে বের হয়ে ছড়িয়ে পড়ছে সারাদেশে। কেউ কেউ চলে যাচ্ছে পার্শ্ববর্তী দেশসহ মধ্যপ্রাচ্যেও। ক্যাম্প ছেড়ে পালানোর সময় গত চারদিনে ৬ শতাধিক রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া ও টেকনাফ থানা পুলিশ। শুধু গতকাল বুধবারই ১২৮ জন রোহিঙ্গাকে আটক করেছে উখিয়া থানা পুলিশ। এদের মধ্যে ৪৮ জন নারীও রয়েছেন। থানা পুলিশ তাদেরকে কুতুপালং ট্রানজিট ক্যাম্পে হস্তান্তর করেছে।
খবর নিয়ে জানা গেছে, ক্যাম্পের ব্লক মাঝিদের দৈনিক ও এককালীন অর্থ দিয়ে এসব রোহিঙ্গারা ক্যাম্প থেকে লোকালয়ে ছড়িয়ে পড়ছে। ব্লক মাঝিরা সংশ্লিষ্ট হেড মাঝিদের মাধ্যমে ক্যাম্পের নিরাপত্তায় নিয়োজিত কর্তৃপক্ষকে অনৈতিকভাবে ম্যানেজ করে। এ প্রক্রিয়ায় প্রতিদিন শত শত রোহিঙ্গা বের হলেও কাজ শেষে ফিরে আসে খুব কম সংখ্যকই।
জানা গেছে, এদের কেউ কেউ সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আবার কেউ কেউ সীমান্ত পথে পাড়ি দিয়ে চলে যায় ভারত। বড় একটা অংশ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে যাচ্ছে। উখিয়া থানার অফিসার ইনচার্জ আহাম্মদ সঞ্জুর মোর্শেদ বলেন, এর আগে মঙ্গলবার ক্যাম্প ছেড়ে শ্রম বিক্রি করতে আসা ৮০ জন রোহিঙ্গাকে আটক করা হয়। একইভাবে সোমবার অভিযান চালিয়ে ১৮৪ জন রোহিঙ্গাসহ ৬ দালালকে আটক করা হয়।
৮-এপিবিএন এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরান হোসেন জানিয়েছেন, ক্যাম্পের কিছু কিছু স্থানে কাঁটাতার নষ্ট হয়ে গেছে। সেই ফাঁকফোঁকর গলে তারা বেরিয়ে পড়ছে। এসব কাঁটাতার সংস্কারের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বরাবর চিঠি প্রেরণ করা হয়েছে।