উখিয়ার ক্যাম্পে আবারো একজন রোহিঙ্গা মাঝিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে উখিয়ার ১৮ নম্বর ক্যাম্পে আরসা সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানা যায়। নিহত রোহিঙ্গার নাম মোহাম্মদ আইয়ুব (৩৫)।
৮ এপিবিএন পুলিশের অধিনায়ক মো. আমির জাফর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে ১৮ নম্বর ক্যাম্পের এইচ/৫৬ ব্লকের কোডেক স্কুলের সামনে এ হত্যাকাণ্ড ঘটে। রোহিঙ্গা মাঝি আইয়ুব আরসা বিরোধী কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলেন বলে জানা যায়। সে ঘটনার জের ধরে আরসা সন্ত্রাসীরা তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। এ ব্যাপারে যথাযথ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন বলে তিনি জানান।












