ক্যাম্পে পৃথক সন্ত্রাসী হামলায় রোহিঙ্গা নেতাসহ গুলিবিদ্ধ ৩

উখিয়া প্রতিনিধি | শনিবার , ২৪ জুন, ২০২৩ at ৬:৪৭ পূর্বাহ্ণ

উখিয়ায় দুটি শরণার্থী শিবিরে সন্ত্রাসী হামলায় এক হেড মাঝিসহ তিনজন রোহিঙ্গা গুলিবিদ্ধ হয়েছে। গতকাল শুক্রবার সকালে উখিয়ার কুতুপালং ও বালুখালী ক্যাম্পে এ ঘটনা ঘটে। ১৪ এপিবিএন পুলিশের অধিনায়ক বিষয়টি নিশ্চিত করেন। আহতরা হলেন উখিয়ার কুতুপালং ক্যাম্পের হেড মাঝি নুর মোহাম্মদ ও রুহুল আমিন এবং বালুখালী ক্যাম্পের নুরুল আলম।

জানা যায়, গোলাগুলির ঘটনায় আহতদের একজনকে আশঙ্কাজনক অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্য আহত দুজনকে বালুখালীতে এনজিও পরিচালনাধীন একটি ফিল্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক (এডিশনাল ডিআইজি) সৈয়দ হারুন অর রশিদ জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে। ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরাপত্তা টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রধান আসামি বাবুর দোষ স্বীকার
পরবর্তী নিবন্ধকাপ্তাই লেকে ডুবে শিক্ষার্থীর মৃত্যু