উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পৃথক পাহাড় ধসের ঘটনায় দুই পরিবারে শিশুসহ ৫ জন আহত হয়েছে। গত শুক্রবার বিকেল ৫টা ও রাত ১০টার দিকে উখিয়ার বালুখালী ৮ নম্বর ইস্ট ক্যাম্পে পাহাড় ধসের ঘটনা ঘটেছে।
জানা গেছে, গত ২/৩ দিন ধরে মাঝারি বৃষ্টির প্রভাবে ৮/ইস্ট ক্যাম্পের বি–২৬ ব্লকে পাহাড়ের খাদে থাকা রোহিঙ্গা মো. মোসাদ্দেক ও ওমর ফারুকের বসতঘরের উপর পাহাড় ধসে পড়ে। এতে ওমর ফারুক (২৭), তার স্ত্রী সবুরা খাতুন (২৩), ছেলে খাইরুল হক (৮), মেয়ে উম্মে রুম্মান (২) এবং মোসাদ্দেকের ছেলে মোহাম্মদ ওমর (৯) আহত হয়।
উখিয়াস্থ ৮ এপিবিএন অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মো. আমির জাফর বলেন, পাহাড় ধসের ঘটনায় আহত ৫ জনের মধ্যে উম্মে রুম্মান নামে ২ বছরের এক শিশুকে গুরুতর অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি জানান, আহতরা ক্যাম্পের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে বর্তমানে ক্যাম্পে অবস্থান করছেন। তারা সুস্থ আছেন। পাহাড় ধসে শেল্টার হাউজ ক্ষতিগ্রস্ত হওয়ায় উক্ত পরিবার দুটির সদস্যরা বর্তমানে তাদের আত্মীয়ের বাসায় অবস্থান করছেন।