কক্সবাজারের উখিয়ার আশ্রয় ক্যাম্পে পাঁচ খুনের ঘটনায় ৬ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। মিয়ানমারের সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ আরসা ও আরএসও’র মধ্যকার বন্দুকযুদ্ধের ঘটনায় জড়িত সন্দেহে তাদের আটকের কথা জানান এপিবিএন। এ সময় একজনের কাছ থেকে একটি ওয়ান শুটার গান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন, উখিয়ার বালুখালী ৮ ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পের আব্দুল হাকিমের ছেলে মোহাম্মদ ফোরকান (২৩), খাইরুল বশরের ছেলে মোহাম্মদ জুবায়ের (২৯), মৃত ফকির আহমদের ছেলে বি রহমান (৩৪), উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মোস্তাক আহমেদের ছেলে এনাম উল্লাহ (২৩), একই ক্যাম্পের শাকের উল্লাহর ছেলে এবাদত উল্লাহ (২৫) এবং উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ শাকেরের ছেলে আরিফ উল্লাহ (৩০)।
গত শুক্রবার রাতে উখিয়ার বালুখালী রোহিঙ্গা ৮/ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানান ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ানের (এপিবিএন) সহকারী পুলিশ সুপার মো. ফারুক আহমেদ। তিনি আরো বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, শুক্রবার একসাথে ৫ জন ও অপর ঘটনায় আরো একজনসহ ৬ জনকে হত্যার ঘটনায় এ পর্যন্ত কোনো অভিযোগ জমা না দেয়ায় মামলা রেকর্ড করা হয়নি। তবে রাতের মধ্যে অভিযোগ পেলে মামলা রুজু করা হবে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ভোর ৫টার দিকে উখিয়ার বালুখালী ৮/ওয়েস্ট রোহিঙ্গা ক্যাম্পে আরসা ও আরএসও সন্ত্রাসী গ্রুপের মধ্যে প্রচণ্ড গোলাগুলির ঘটনা ঘটে। ওই সময় পাঁচ রোহিঙ্গা নিহত হয়। একইদিন বিকেলে একই ক্যাম্পে একটি ছড়ায় আরো এক রোহিঙ্গার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।












