ক্যাম্পে অস্ত্র ও গুলিসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি | রবিবার , ১৮ আগস্ট, ২০২৪ at ৯:০৮ পূর্বাহ্ণ

উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে জি৩ রাইফেল, গুলিসহ ছাদেক হোসেন (২৪) নামের এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে এপিবিএন। গতকাল শনিবার সকাল সাড়ে ৫টার দিকে কুতুপালং চার নম্বর রোহিঙ্গা ক্যাম্পের হোপ হাসপাতালের পিছনে খেলার মাঠ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ছাদেক ওরফে কালা পুতু ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ২ ব্লকের হাফেজ আহম্মেদের ছেলে। তার বিরুদ্ধে উখিয়া থানায় একটি হত্যা মামলা রয়েছে বলে জানান উখিয়া থানার ওসি শামীম হোসেন। ১৪ এপিবিএনের সহকারী অধিনায়ক (পুলিশ সুপার) মো. আরেফিন জুয়েল এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রোহিঙ্গা সন্ত্রাসী ছাদেক হোসেন থেকে একটি জি৩ রাইফেল ও গুলি উদ্ধার করা হয়। তাকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধজাতীয়তাবাদী মৎস্যজীবী দলের শোকসভা
পরবর্তী নিবন্ধসাবেক সচিব শাহ কামাল গ্রেপ্তার