ক্যাম্পাসে সীমিত পরিসরে ক্লাসের উদ্যোগ ইডিইউর

| রবিবার , ৩১ জানুয়ারি, ২০২১ at ৭:২৩ পূর্বাহ্ণ

ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউতে) সীমিত পরিসরে ক্যাম্পাস ক্লাস শুরুর পরীক্ষামূলক উদ্যোগ নেয়া হয়েছে। এ উপলক্ষে ক্যাম্পাসে গতকাল শনিবার বিকেল ৪টায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় ইডিইউ প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমান বলেছেন, শিক্ষার্থীদের মানসম্মত পড়ালেখার পাশাপাশি তাদের মানসিক স্বাস্থ্যের কথাও ভাবতে হবে। দীর্ঘদিন টানা ঘরে বসে পড়ালেখা করায় তাদের মাঝে বিষণ্নতা ও অনাগ্রহ তৈরি হতে পারে। তাই শিক্ষার্থীদের ধীরে ধীরে ক্যাম্পাসমুখী করতে প্রক্রিয়া শুরু করা প্রয়োজন।
এতে উপাচার্যসহ ফ্যাকাল্টি ও অ্যাডমিনস্ট্রেশনের নেতৃস্থানীয় কর্মকর্তারা অংশ নেন। এ সভায় এবারের এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ তিন লক্ষ টাকা পর্যন্ত বৃত্তির অনুমোদন দেয়া হয়েছে।
সভায় উপাচার্য অধ্যাপক মু. সিকান্দার খান বলেন, করোনাকালে সরকার ক্যাম্পাস বন্ধের নির্দেশনায় দেয়ার পর সব বিশ্ববিদ্যালয় যখন করণীয় সম্পর্কে সিদ্ধান্তগ্রহণে ইতস্তত করছে, তখনই সবার আগে অনলাইন ক্লাস শুরু করার মাধ্যমে দৃষ্টান্ত স্থাপন করে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি। এবার সীমিত পরিসরে ক্যাম্পাস ক্লাস শুরুর লক্ষ্যে কার্যকর কৌশল গ্রহণ করছে ইডিইউ। এতে উপস্থিত ছিলেন ফিন্যান্স এন্ড অ্যাকাউন্টস ডিরেক্টর খলিলুর রহমান, অ্যাসোসিয়েট ডিন যথাক্রমে স্কুল অব লিবারেল আর্টসের মু. শহিদুল ইসলাম, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ড. মো. নাজিম উদ্দিন ও স্কুল অব বিজনেসের ড. মো. রকিবুল কবির, স্টুডেন্ট এফেয়ার্স ডিরেক্টর সহকারী অধ্যাপক এটিএম মাহমুদুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআইআইইউসিতে নতুন বিভাগ সিভিল ইঞ্জিনিয়ারিং প্রথম ক্লাসের ওরিয়েন্টেশন
পরবর্তী নিবন্ধকবিতার ফেরিওয়ালার প্রকাশনা উৎসব