ক্যাবের বাজার ভিত্তিক প্রচারণা শুরু ‘জীবন বাঁচাও, সিন্ডিকেট থামাও’

| রবিবার , ১৬ জুলাই, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

ক্যাব চট্টগ্রাম ও ক্যাব যুব গ্রুপের উদ্যোগে ‘জীবন বাঁচাও, সিন্ডিকেট থামাও’ শিরোনামে বাজার ভিত্তিক প্রচারণা কর্মসূচি শুরু হয়েছে। গতকাল শনিবার নগরীর ২নং গেইট কর্ণফুলী কমপ্লেক্স চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইন। ক্যাব যুব গ্রুপ চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফ নোমানের সঞ্চালনায় এতে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আনিসুর রহমান, ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা পারু, ন্যাপের কেন্দ্রিয় সাংগঠনিক সম্পাদক মিটুল দাস গুপ্ত, ক্যাব চট্টগ্রাম মহানগরের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জানে আলম, বীর মুক্তিযোদ্ধা আবম হুমায়ুন কবির, জোহরা বেগম, শাহীন চৌধুরী, অধ্যক্ষ মাহবুবুর রহমান দুর্জয়, হারুন গফুর ভুইয়া, আবদুর রহমান, ফোরকান মাহমুদ, লায়লা ইয়াছমিন, নিলয় বর্মন, মিনা আকতার, আমজাদুল হক আয়াজ, খাইরুল ইসলাম, ফজলে রাব্বি তৌহিদ, পলি দাস, চিং মা মারমা প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, দেশে পর্যাপ্ত উৎপাদন সত্ত্বেও কাঁচা মরিচ ইতিহাসের সর্বোচ্চ দামে কিনতে হয়েছে। সরকার দাম কমানোর জন্য ভারত থেকে কাঁচা মরিচ আমদানির অনুমতি দিলে কয়দিন দাম কম ছিলো। চাহিদা বাড়তে থাকায় ব্যবসায়ীরা দাম আবার বাড়িয়ে দেন। এ অবস্থায় বাজারে সাধারণ ক্রেতারা বাজার তদারকিতে সরকারের গাফলতিকে দায়ী করলেও ভোক্তা হিসাবে আমাদের কি কোন দায় দায়িত্ব নাই? ভোক্তা হিসাবে জাতিসংঘ স্বীকৃত ভোক্তা অধিকারগুলি যেরকম আমরা উপভোগ করবো ঠিক তেমনি আমাদের দায়িত্বগুলি সম্পর্কে আমাদের দায়িত্ববান হতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমো. শওকত
পরবর্তী নিবন্ধমীরসরাইয়ে প্রকল্প সোনাপাহাড়ের বৃক্ষরোপণ ও উদ্বুদ্ধকরণ উৎসব