ক্যাবের গণঅবস্থান কর্মসূচি

গণপরিবহনে ভাড়া নৈরাজ্য

| বুধবার , ১৭ নভেম্বর, ২০২১ at ১১:২৯ পূর্বাহ্ণ

নিত্যপণ্যের বাজার ও গণপরিবহণে ভাড়া নৈরাজ্য বন্ধে সরকারের কঠোর তদারকি নিশ্চিত করে সরকারের নির্ধারিত ভাড়া আদায় করা ও খাদ্য-পণ্যের অতিরিক্ত মূল্য আদায়কারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহনের দাবি জানিয়েছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রামের নেতৃবৃন্দ। গতকাল ক্যাব চান্দগাও থানা আয়োজিত নিত্যপণ্য মূল্যের উর্ধ্বগতি ও গণপরিবহনে ভাড়া নৈরাজ্যের প্রতিবাদে গণঅবস্থান কর্মসূচিতে বিভিন্ন নেতৃবৃন্দ উপরোক্ত দাবি জানান। মুহাম্মদ জানে আলমের সভাপতিত্বে ও চৌধুরী জসিমুল হকের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন এস এম নাজের হোসাইন, জেসমিন সুলতানা পারু, আবদুল মান্নান, এম এ সবুর, মো. সেলিম জাহাঙ্গীর, এবিএম হুমায়ুন কবির, অধ্যক্ষ মনিরুজ্জান, মোহাম্মদ আলী, জিন্নাত আরা বেগম, প্রকৌশলী হাফিজুর রহমান, চৌধুরী কে এন এম রিয়াদ, মুহাম্মদ ইউসুফ, রাজীব চক্রবর্তী, ওসমান জাহাঙ্গীর, কাজী রাজিশ ইমরান, কমরেড রাজা মিঞা, মোহাম্মদ হাসান, মো. মোস্তফা কামাল প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন আন্তর্জাতিক বাজারে চাল, সয়াবিন তেল, গ্যাসের দাম কমলেও দেশের বাজারে তার প্রতিফলন নেই। বক্তারা টিসিবির কার্যক্রম আরও সম্প্রসারণ করে সীমিত আয়ের মানুষের জন্য রেশনিং সুবিধা বাড়ানোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভ্যানিটি ব্যাগে ৭৫০ ইয়াবা, দম্পতি গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধবান্দরবানে চা চাষিদের জন্য লিফ কালেকশন সেন্টার উদ্বোধন