কোয়ালিটি স্কুল অব ক্রিকেট আয়োজিত মুজিব শতবর্ষ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের গ্রুপ পর্বের খেলায় জয় পেয়েছে ক্যাপিটাল ব্রাদার্স এবং পারভেজ স্মৃতি সংঘ। গতকাল দিনের প্রথম ম্যাচে ক্যাপিটাল ব্রাদার্স ৭ উইকেটে নিউ ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে হেরে প্রথমে ব্যাট করতে নামা নিউ ক্রিকেট একাডেমি ১১১ রান সংগ্রহ করে। জবাবে ক্যাপিটাল ব্রাদার্স ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায়। বিজয়ী দলের আজাদ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরষ্কার তুলে দেন এফ.এম.সি স্পোর্টস এর সাধারন সম্পাদক এবং নিউ ক্রিকেট একাডেমি এর ডাইরেক্টর মো: আবু সামা বিপ্লব।
দিনের দ্বিতীয় খেলায় পারভেজ স্মৃতি সংঘ ৬ উইকেটে ঢাকা কিংস ক্রিকেট একাডেমিকে পরাজিত করে। টসে জিতে ঢাকা কিংস ক্রিকেট একাডেমি ব্যাট করতে নেমে ১৪৫ রান সংগ্রহ করে। জবাবে পারভেজ স্মৃতি সংঘ ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্যে পোঁছে যায়। বিজয়ী দলের শরীফ ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়। খেলা শেষে তার হাতে পুরষ্কার তুলে দেন কিংস ক্রিকেট একাডেমির প্রধান কোচ মো: রবিন এবং পারভেজ স্মৃতি সংঘ এর প্রধান কোচ আবু বক্কর ছিদ্দিক।