ক্যান্সার রোগীদের জন্য ডরমিটরি নির্মাণ করে দেয়ার আশ্বাস

লায়ন্স ক্লাবের মা ও শিশু হাসপাতাল পরিদর্শন

| রবিবার , ১৩ এপ্রিল, ২০২৫ at ১১:০৭ পূর্বাহ্ণ

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল ও লায়ন ডিস্ট্রিক্ট ৩১৫ বি৪ বাংলাদেশের নেতৃবৃন্দ গতকাল শনিবার মা ও শিশু হাসপাতাল পরিদর্শন করেন। প্রতিনিধি দলে লায়ন্স ইন্টারন্যাশনালের ডাইরেক্টর (এন্ডোর্সি) লায়ন নাজমুল হক, প্রাক্তন জেলা গভর্নর ও দৈনিক আজাদী সম্পাদক লায়ন এম এ মালেক, জেলা গভর্নর লায়ন কহিনুর কামাল, প্রাক্তন জেলা গভর্নর লায়ন সেলিম আহমেদ উপস্থিত ছিলেন। হাসপাতালের পক্ষে কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আবুল হাশেম, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল অ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, পরিচালক (ক্যান্সার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার) ডা. শেফাতুজ্জাহান, উপপরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, সহযোগী অধ্যাপক ও আইসিইউ ইনচার্জ ডা. মাহাদী হাসান রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দ হাসপাতালের নবনির্মিত ক্যান্সার ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টার পরিদর্শন করেন এবং চিকিৎসারত রোগীদের খোঁজ খবর নেন। লায়ন্স নেতৃবৃন্দ ক্যান্সার ইনস্টিটিউট ও রিসার্চ সেন্টারের সার্বিক কার্যক্রম দেখে সন্তোষ প্রকাশ করেন। লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল হাসপাতালের সাথে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। তারা ক্যান্সার হাসপাতাল সংলগ্ন খালি জায়গায় ক্যান্সার রোগীদের জন্য একটি ডরমিটরি নির্মাণ করে দেয়ার বিষয়ে আশ্বাস প্রদান করেন। প্রাক্তন লায়ন জেলা গভর্নর সেলিম আহমেদ ক্যান্সার হাসপাতালের জন্য তাৎক্ষণিকভাবে ২ লক্ষ টাকা অনুদান প্রদান করেন। লায়ন্স নেতৃবৃন্দকে অবহিত করা হয় যে, দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক ক্যান্সার হাসপাতাল বাস্তবায়ন কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং দৈনিক আজাদী মিডিয়া পার্টনার হিসেবে কাজ করেন। নেতৃবৃন্দকে আরো অবহিত করা হয় যে, করোনাকালে লায়ন্স জেলা ৩১৫ বি৪ অত্র হাসপাতালে করোনা রোগীদের চিকিৎসা সেবায় গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তখন সম্পূর্ণ লায়ন্সের অর্থায়নে লায়ন্স করোনা সাপোর্ট সেন্টার চালু করা হয়, যেখানে হাজার হাজার করোনা রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ৩ হাজার মিটার কারেন্ট জালসহ বেহুন্দী ও চরঘেরা জাল জব্দ
পরবর্তী নিবন্ধসিভাসুতে কৃষিগুচ্ছের ভর্তি পরীক্ষা