ক্যান্সার রোগীকে এপেক্স ক্লাব অব বান্দরবানের আর্থিক সহায়তা প্রদান

বান্দরবান প্রতিনিধি | মঙ্গলবার , ৬ জানুয়ারি, ২০২৬ at ৫:৩৪ পূর্বাহ্ণ

এপেক্স ক্লাব অব বান্দরবানের উদ্যোগে ক্যান্সার আক্রান্ত এক রোগীর চিকিৎসায় আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বান্দরবান সদর উপজেলার কাশেমপাড়া এলাকার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ক্যান্সার আক্রান্ত মোহাম্মদ কাউসারের চিকিৎসার জন্য তাঁর মা ছেনুআারা বেগমের হাতে এই আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপেক্সিয়ান মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী আরমান। উপস্থিত ছিলেন এপেঙ বাংলাদেশের জেলা গভর্নর সৈয়দ মিয়া হাসান, অতীত জেলা গভর্নর মো. কামাল পাশা, এপেক্স ক্লাব অব বান্দরবানের সদ্য অতীত সভাপতি মো. মোজাম্মেল হক, বর্তমান সভাপতি নিনি প্রু, সদস্য মাংকিউসিং মারমা, মো. আব্দুল আজিজসহ ক্লাবের অন্যান্য সদস্যরা।

এপেক্সিয়ান মুহাম্মদ নুরুল আমিন চৌধুরী আরমান বলেন, সমাজের অসহায় ও রোগাক্রান্ত মানুষের পাশে দাঁড়ানো এপেক্স ক্লাবের অন্যতম মানবিক দায়িত্ব। মানবতার কল্যাণে এপেক্স ক্লাব সবসময় কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধমোহাম্মদ ইদ্রিস
পরবর্তী নিবন্ধমাদুরোর মুক্তি, ট্রাম্পের বিচার ও সাম্রাজ্যবাদী আগ্রাসন প্রতিরোধের আহ্বান