ক্যান্সার নিয়েই ‘শমশেরা’র শুটিং করেছিলেন সঞ্জয় দত্ত!

| শনিবার , ২৩ জুলাই, ২০২২ at ৫:২৮ পূর্বাহ্ণ

দুরারোগ্য ব্যাধি ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত। রোগটিতে যখন অন্যরা মানসিকভাবে ভেঙে পড়েন, সেখানে এই অভিনেতা আত্মবিশ্বাসের সঙ্গে স্বাচ্ছন্দ্যে চালিয়ে গিয়েছিলেন সিনেমার শুটিং! খবর বাংলানিউজের। সঞ্জয় দত্ত অভিনীত ‘শমশেরা’ সিনেমাটি মুক্তি পায় গতকাল শুক্রবার । শেষ মুহূর্তে সিনেমাটির প্রচারণার সময় পরিচালক করণ মালহোত্রা এই তথ্যটি জানান। তিনি জানান, সঞ্জয় যে ক্যান্সার আক্রান্ত ছিলেন, সে কথা তখন নাকি সেটের কেউ জানতেন না, এমনকী তিনিও না! অসুখের কথা জানাজানি হওয়ার পর ‘শমশেরা’ টিম খুব অবাক হয়েছিল। করণ মালহোত্রা বলেন, ‘শুটিংয়ের সময় সঞ্জয় স্যার ক্যান্সার নিয়ে কিছুই আমাদের জানতে দেননি। বিষয়টি যখন আমরা জানতে পারি, সকলেই খুব অবাক হয়েছিলাম। এমনভাবে সেটে সকলের সঙ্গে মেলামেশা করতেন তিনি, দেখে মনেই হতো না ক্যান্সারে আক্রান্ত হতে পারেন।

পূর্ববর্তী নিবন্ধরণবীর সিংয়ের নগ্ন ফটোশুট নেটদুনিয়ায় মিশ্র প্রতিক্রিয়া
পরবর্তী নিবন্ধকী নিয়ে ব্যস্ত ‘মনপুরা’র মিলি?