ক্যান্সার ‘জয়ের’ গল্প শুনিয়ে অভিনেতা আবুল হায়াত এই রোগে আক্রান্ত হলেও ভেঙে না পড়ে ইতিবাচক থাকা ও চিকিৎসা করানোর কথা বলেছেন। গতকাল শনিবার ঢাকার বিশ্ব সাহিত্য কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি বলেন, তিনি ইতিবাচক থাকার চেষ্টা করেছেন, চিকিৎসা নিয়েছেন। চিকিৎসক, সেবাদাতা ও পরিবারের সদস্যরা তাকে সহায়তা করেছেন। খবর বিডিনিউজের।
‘রবিপথ থেকে অগ্নিপথ: প্রোস্টেট ক্যান্সার জয়ের গল্প’ শীর্ষক এই আয়োজনে বিশিষ্টজনরা বলেছেন, মরণব্যাধি হলেও আগে থেকে ক্যান্সার ধরা পড়লে ঝুঁকি কম থাকে, এ কারণে একটি নির্দিষ্ট বয়সের পর ক্যান্সারের ‘স্ক্রিনিং’ করার পরামর্শ দিয়েছেন তারা।
আবুল হায়াত বলেন, তার বাবাও প্রোস্টেট ক্যান্সার আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন। তার মা, বোনও ক্যান্সারের কাছে হার মানেন। প্রোস্টেটে ক্যান্সার ধরা পড়ার পর তিনি শুরুতে কিছুটা ঘাবড়ে গিয়েছিলেন। তবে ধীরে ধীরে তিনি সেটি কাটিয়ে ওঠেন। এ কাজে তাকে চিকিৎসক, পরিবার সহায়তা করেছে। এ কারণে ক্যান্সার আক্রান্ত হলেও ইতিবাচক থাকতে হবে।