ইনার উইল ক্লাব চট্টগ্রামের উদ্যোগে চিলড্রেন লিওকেমিয়া এসিসটেন্স সাপোর্ট এণ্ড সার্ভিসেস (ক্লাস) এর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ব্লক এ ক্যান্সার আক্রান্ত শিশুদের চিকিৎসার জন্য অনুদানের চেক হস্তান্তর করা হয়। গতকাল সকাল ১১টায় চিলড্রেন লিওকেমিয়া এসিসটেন্স সাপোর্ট এণ্ড সার্ভিসেস এর চেয়ারম্যান সাংবাদিক ওসমান গণি মনসুরের হাতে অনুদানের এ চেক হস্তান্তর করেন ইনার উইল ক্লাবের প্রেসিডেন্ট ডা. কামরুন্নাহার দস্তগীর।
এসময় উপস্থিত ছিলেন ইনার উইল ক্লাবের সদ্য বিদায়ী সভাপতি রেহেনা আলম, ক্লাব সেক্রেটারি রেবেকা নাসরিণ, প্রাক্তন সভাপতি রেহেনা খান, লক্ষ্মী ধর, চিলড্রেন লিওকেমিয়া এসিসটেন্স সাপোর্ট এণ্ড সার্ভিসেস এর নির্বাহী সদস্য গাইনী চিকিৎসক ডা. রওনক জাহান ও রোটারিয়ান কাজী জাহেদ ইকবাল প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি