বাংলাদেশ বৈদিক গীতা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে ক্যান্সার আক্রান্ত রোগীকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। গত ১২ সেপ্টেম্বর আন্দরকিল্লাস্থ শ্রীগুরু ধামে রাউজানের পূর্ব গুজরা গ্রাম নিবাসী ক্যান্সারে আক্রান্ত বিকাশ দত্তের হাতে অনুদান তুলে দেন ভোলানন্দ গিরি সেবাশ্রমের সভাপতি স্বামী ওমেশানন্দ গিরি মহারাজ। এসময় আরো উপস্থিত ছিলেন পিংকু ভট্টাচার্য্য, সহ–সভাপতি রিটন মহাজন, সরস্বতী রাহা, পলাশ সেন, অসীম কুমার দাশ। অনুদান প্রদানে সার্বিক সহযোগিতায় ছিলেন সজল চৌধুরী, ঝিন্টু কুমার শীল ও সুমি দেবী, পলাশ কুমার সেন, উৎপল দত্ত ও সমীর কান্তি শীল রুপন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।