ক্যান্সারে থেমে গেল ক্রিকেটার মোশাররফ রুবেলের জীবন

ক্রীড়া প্রতিবেদক | বুধবার , ২০ এপ্রিল, ২০২২ at ১১:১৮ পূর্বাহ্ণ

অবশেষে থেমে গেল সাবেক জাতীয় ক্রিকেটার মোশারফ রুবেলের জীবনের ইনিংস। ক্যান্সারের সঙ্গে তিন বছর ধরে তুমুল লড়াইয়ের পর আর পেরে উঠলেন না রুবেল। শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল মঙ্গলবার বিকেলে হাসপাতালে নিয়ে যাওয়া হয় মোশাররফকে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। জাতীয় ক্রিকেট দলের সাবেক এই বাঁহাতি স্পিনারের বয়স হয়েছিল ৪০ বছর।

বাংলাদেশের হয়ে ৫টি ওয়ানডে খেলা মোশাররফ ঘরোয়া ক্রিকেটে ছিলেন বেশ সফল। সবশেষ মাঠে নামেন তিনি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে। বিপিএল চলাকালে তিনি কিছুটা অসুস্থ হয়ে পড়েন। টুর্নামেন্ট শেষে অল্প সময়ের মধ্যে কয়েক দফা জ্ঞান হারালে পরীক্ষা করানো হয় নানারকম। তাতেই ধরা পড়ে, তার মস্তিষ্কে বাসা বেঁধেছে টিউমার। দ্রুতই তাকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। সেখানে অস্ত্রোপচারও সফল হয়। প্রায় এক বছর ধরে চিকিৎসার পর মোটামুটি সুস্থ হয়ে ওঠেন তিনি।

টুকটাক মাঠে আসাও শুরু করেন সেসময়। আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরার আশাও করেন। কিন্তু কোভিডের কারণে বন্ধ হয়ে যায় সব ধরনের খেলাধুলা। গত বছরের নভেম্বরে আবারও অসুস্থ হয়ে পড়েন তিনি। পরীক্ষায় ধরা পড়ে টিউমার ফিরে এসেছে আবার। এরপর দেশে ও বিদেশে তার চিকিৎসা চলতে থাকে। কেমোথেরাপি দেওয়া হয় দফায় দফায়। গত কয়েক মাস ধরে একদমই ছিলেন শয্যাশায়ী। গত মাসে অবস্থা গুরুতর হলে হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে বেশ কিছুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়।

এরপর অবস্থার একটু উন্নতি হয়। গত ১০ এপ্রিল ফেইসবুকে একটি পোস্টে নিজের জন্য দোয়া চান মোশাররফ রুবেল। সামাজিক যোগাযোগ মাধ্যমে সেটিই তার শেষ উপস্থিতি। ২০০৮ সালে বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক মোশাররফের রুবেলের। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ওয়ানডেতে এক উইকেট নেওয়ার পর বাদ পড়েন। দীর্ঘ বিরতির পর ২০১৬ সালে ফিরে আফগানিস্তানের বিপক্ষে একটি ওয়ানডে খেলে ৩ উইকেট নিয়ে অবদান রাখেন দলের জয়ে। কদিন পর আরেকটি ওয়ানডে খেলেন ইংল্যান্ডের বিপক্ষে। সেটিতে উইকেটশূন্য থাকার পর জায়গা হারান দলে। আর ফেরা হয়নি। আর এবার চলে গেলেন না ফেরার দেশে।

বাংলাদেশের জার্সিতে ৫ ওয়ানডে খেলেছেন রুবেল। পেয়েছেন ৪ উইকেট, আর রান করেছেন ২৬। ঘরোয়া ক্রিকেটে রুবেল ছিলেন দুর্দান্ত। প্রথম শ্রেণি ক্রিকেটে খেলা ১১২ ম্যাচে তার উইকেট সংখ্যা ৩৯২। অন্যদিকে ২৩.৯৪ গড়ে করেছেন ৩ হাজার ৩০৫ রান।

পূর্ববর্তী নিবন্ধকলকাতায় আবাহনীর স্বপ্নভঙ্গ
পরবর্তী নিবন্ধচলে গেলেন বাংলাদেশের প্রথম ওয়ানডের পেসার সামিউর রহমান