দীর্ঘদিন ক্যান্সারের সাথে লড়াই করে অবশেষে হেরে গেলেন প্রখ্যাত চর্মরোগ বিশেষজ্ঞ ডা. জিনাত মেরাজ চৌধুরী স্বপ্না। গতকাল (শনিবার) সকাল সাড়ে ৮টায় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি …রাজেউন)। তার বয়স হয়েছিল ৬৭ বছর। মুত্যুকালে তিনি দুই পুত্র এবং স্বামীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। আগামী সোমবার তার পুত্ররা বিদেশ থেকে ফিরে আসার পর নামাজে জানাজা শেষে বনানীর আর্মি কবরস্থানে পিতা মরহুম কর্নেল সবুরের কবরের পাশে তাকে দাফন করা হবে।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ডার্মাটোলজি বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক, চর্মরোগ ও লেজার থেরাপি বিশেষজ্ঞ ডা. জিনাত মেরাজ স্বপ্না দীর্ঘদিন ধরে ক্যান্সারের সাথে লড়াই করছিলেন। তিনি ছিলেন অ্যাসথেটিক ডার্মাটোলজি সোসাইটি অব বাংলাদেশের সভাপতি এবং বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির আজীবন সদস্য। তিনি ঢাকার ইউনাইটেড হাসপাতালের ডার্মাটোলজি বিভাগে কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন।
ডা. স্বপ্না ঢাকা মেডিকেল কলেজের ৩৩তম ব্যাচের শিক্ষার্থী এবং ১৯৮০ সালে এমবিবিএস পাস করেন।
ডা. জিনাত মেরাজ চৌধুরী স্বপ্নার বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা.সাহেনা আক্তার।
ডা. স্বপ্না দীর্ঘদিন নগরীর বেসরকারি হাসপাতাল সিএসসিআর–এ রোগী দেখতেন। তার স্বামীর নাম ইঞ্জিনিয়ার খুরশিদ আহমেদ চৌধুরী। তার গ্রামের বাড়ি সাতকানিয়ায়। গতকাল বাদ আছর ঢাকার গুলশান সোসাইটি মসজিদে মরহুমার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।












