নগরের আগ্রাবাদের সিডিএ আবাসিক এলাকার নিজ বাসা থেকে বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ সরদারের (৭৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাসার দরজা ভেঙে তার লাশটি উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়।
নোটের তথ্য অনুযায়ী, তিনি ক্যানসারে আক্রান্ত। অনেকদিন ধরে ট্রিটমেন্ট চলছিল। তবে শেষদিকে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছিলেন। শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেন। এ তথ্য নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক আহম্মদ সাংবাদিকদের বলেন, চিরকূটের হাতের লেখা কয়েকজনকে দেখিয়েছি। তারা শনাক্ত করেছেন যে লেখাটি আবু সাঈদ সরদারের। মরদেহ উদ্ধারের পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জানা গেছে, আবু সাঈদ সরদার ৭১ সালে চট্টগ্রাম শহরে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন। মুক্তিবাহিনীর চট্টগ্রাম শহর কমান্ডের ডেপুটি কমান্ডার মৌলভী সৈয়দের ঘনিষ্ঠ ছিলেন তিনি। উল্লেখ্য, আবু সাঈদ সরদারের দুই ছেলে ও এক মেয়ের জনক।