বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে গত বৃহস্পতিবার র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরীর সভাপতিত্বে ও জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবীর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ও উপ-পরিচালক ডা. সেখ ফজলে রাব্বি। বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. মোহাম্মদ নুরুল হায়দার ও এমওসিএস ডা. মো. ওয়াজেদ চৌধুরী অভি। র্যালি ও আলোচনা সভায় সিভিল সার্জন কার্যালয়ে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সকল ক্যান্সার রোগীর জন্য, মানসম্মত চিকিৎসা হোক সহজলভ্য’। প্রধান অতিথির বক্তব্যে ডা. হাসান শাহরিয়ার কবীর বলেন, ক্যান্সার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। হেপাটাইটিস বি ও সি ভাইরাস রক্তে সংক্রমিত হলে লিভার সিরোসিস এবং শেষ পর্যন্ত লিভার ক্যান্সার হয়ে মৃত্যু হতে পারে। ক্যান্সারমুক্ত বিশ্ব গড়তে সংশ্লিষ্ট সকলকে আরও আন্তরিক হতে হবে। বিশ্বে ২০০ ধরনের ক্যান্সার রয়েছে যার কারণে প্রতিবছর লাখো মানুষের মৃত্যু হচ্ছে। পরিসংখ্যানে বলছে, ২০১২ সালে সারা বিশ্বে ৮০ লাখ মানুষ ক্যান্সারে মারা গেছে। প্রতিবছর প্রায় ২ লাখ মানুষ নতুন করে ক্যান্সারে আক্রান্ত হচ্ছে। শুধু সচেতনতা বৃদ্ধি করা গেলে ক্যান্সারের মত জটিল রোগ প্রতিরোধ সহজ হবে।
রোগী কল্যাণ সোসাইটি : বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে জাতীয় রোগী কল্যাণ সোসাইটির পক্ষ থেকে বিনামূল্যে ওষুধ বিতরণ ও আলোচনা সভা জাতীয় রোগী কল্যাণ সোসাইটির উপদেষ্টা ডা. শাহাদাৎ হোসাইনের সভাপতিত্বে গতকাল শুক্রবার চট্টগ্রাম জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা ও গবেষক ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ। প্রধান বক্তা ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা সদস্য মুহাম্মাদ সাইফুল ইসলাম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বি-বাড়িয়ার আহ্বায়ক মুহাম্মাদ সফিকুল ইসলাম, মুহাম্মাদ মোস্তফা হোসাইন। এ সময় আরো উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা শাখার আহ্বায়ক মুহাম্মাদ আনোয়ার হোসাইন সুমন, কমল, চট্টগ্রাম জেলা শাখার সদস্য মুহাম্মাদ মেহরাজ হোসাইনসহ স্থানীয় নেতৃবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।