সিজেকেএস হকি টুর্নামেন্টে গতকাল রোববার দুটি খেলার নিষ্পত্তি হয়। চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে দিনের প্রথম খেলায় চট্টগ্রাম ক্যান্টনম্যান্ট পাবলিক কলেজ ৪–১ গোলে এস কে স্পোর্টস বিডিকে পরাজিত করে।
খেলায় বিজয়ী দলের পক্ষে রকি ২টি, খোরশেদ ও সাজ্জাদ ১টি করে গোল করে। অপরদিকে এসকে স্পোর্টস বিডি’র পক্ষে রেজবা ১টি গোল পরিশোধ করে। খেলা শেষে ম্যাচ সেরা খেলোয়াড় রকি দাশকে ক্রেষ্ট প্রদান করেন সাবেক কৃতী হকি খেলোয়াড় ও ভাইস চেয়ারম্যান,হকি কমিটি সিজেকেএস নুর হোসাইন। দিনের দ্বিতীয় ম্যাচে আক্রমণাত্নক হকি খেলেও ম্যাচ জিততে পারেনি শক্তিশালী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় দল। চবি’র বেশ ক’টি নিশ্চিত গোলের সুযোগ নষ্ট করে দেয় মহানগরের অভিজ্ঞ গোলরক্ষক জনি দাশ। ম্যাচটি গোলশুণ্য ড্র হয়। খেলা শেষে ম্যাচ সেরা খেলোয়াড় জনি দাশ ক্রেষ্ট প্রদান করেন চবি শারিরীক শিক্ষা বিভাগের উপ পরিচালক মুহাম্মদ শোয়েব। আজকের খেলা:মহানগর হকি ক্লাব বনাম জামাল উদ্দিন সিএসএস–১টা,চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বনাম এসকে স্পোটর্স বিডি ২.১৫টা।












