ক্যানসার নিয়েও শুটিংয়ে ফিরলেন মহিমা…

| শনিবার , ১১ জুন, ২০২২ at ৭:১৯ পূর্বাহ্ণ

যারা তসবির সে তু, মেরি মেহবুবা’ সেই মহিমা চৌধুরী এখন ক্যামেরার সামনে অতিরিক্ত সচেতন। সহসা সামনে আসেন না সবার। বলিউডের সেই মেহবুবা বহুদিন পর ফিরছেন সিনেমায়, কথা বললেন চলমান সময় নিয়ে। ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত নতুন মহিমাকে দেখার সুযোগ করে দিলেন অভিনেতা অনুপম খের। তার হাত ধরেই সিনেমার সেটে ফিরছেন মহিমা। অনুপম খেরের সঙ্গে কাজ করছেন মহিমা ‘দ্যা সিগনেচার’ ছবিতে। আমেরিকায় তার ট্রিটমেন্ট চলাকালীন বর্ষীয়ান এ অভিনেতা ফোন করেন তাকে, একরকম জোর করেই রাজি করান। মহিমা বলেন, “বাড়িতে নির্দিষ্ট সময়ে ফটোশুট অনেক করেছি কিন্তু আজ হঠাৎ করেই কেমন যেন লাগছে। আমার ক্যানসার ট্রিটমেন্ট শুরু হওয়ার পর যথারীতি সব চুল উঠে যায়, এবং সেই সময় থেকেই অজস্র ওয়েব সিরিজ, নানা ওটিটি প্রজেক্টের সুযোগ আসছে আমার কাছে। আর আমিও চুল উঠে যাওয়ার কারণে সব অফার ফেরাতে থাকি। কিন্তু অনুপম একেবারেই বন্ধুর মতো পাশে দাঁড়ায়। আমি যখন তাকে বলি যে চুল উঠে গেছে আমার, আমি উইগ পরে কাজ করবো। সেই মুহূর্তেই না করে দেন অনুপম। বললেন, ‘তুমি যেমন ঠিক সেভাবেই কাজ করো। কোনোরকম বদল আনার দরকার নেই।

পূর্ববর্তী নিবন্ধইনস্টাগ্রামে এক পোস্টের জন্য সামান্থার আয় কোটি টাকা!
পরবর্তী নিবন্ধকোক স্টুডিও কনসার্টে ১ মিনিট নীরবতা