ক্যানসার আক্রান্ত শিশুদের মাঝে ঈদ উপহার ও অনুদান বিতরণ

| সোমবার , ১৭ মার্চ, ২০২৫ at ৫:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ক্যানসার আক্রান্ত শিশুদের মাঝে ঈদ উপহার, নতুন পোশাক এবং তাদের পরিবারের জন্য নগদ অনুদান বিতরণ করেছে শিশুতোষ ক্যানসার সেবা সংগঠন ‘চিলড্রেন লিউকেমিয়া অ্যাসিসটেন্স অ্যান্ড সাপোর্ট সার্ভিসেস (ক্লাশ)

গতকাল রবিবার অনুষ্ঠিত এ আয়োজনে উপস্থিত ছিলেন ক্লাশের চেয়ারম্যান ওসমান গনি মনসুর, পরিচালক (অর্থ) শফিকুল আলম খান, পরিচালক ডা. রওনক জাহান এবং সুপারভাইজার কর্মকর্তা আব্দুল মোতালেব। উল্লেখ্য, ১৯৯৯ সাল থেকে ক্লাশ চট্টগ্রামে ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসা সহায়তা ও কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাংলাদেশে শিশুতোষ ক্যানসারের চিকিৎসা সীমিত এবং অত্যন্ত ব্যয়বহুল হওয়ায় শতকরা ৭০ ভাগ শিশু অকালমৃত্যুর শিকার হয়। ক্লাশ এ পরিস্থিতি পরিবর্তনে সচেতনতা বৃদ্ধি ও সহায়তা প্রদানে কাজ করে যাচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপাহাড় ধসের কারণ, প্রতিরোধ ও করণীয় উঠে এল গবেষণায়
পরবর্তী নিবন্ধরাশেদ রউফ-এর অন্ত্যমিল