ক্যানভাস পাপেট থিয়েটারের সৃজনযাত্রা উদযাপন

| রবিবার , ২৫ জানুয়ারি, ২০২৬ at ১১:২৯ পূর্বাহ্ণ

পুতুল নাট্যে প্রতিফলিত হোক জীবনের উদ্ভাস’ এই স্লোগানকে ধারণ করে গত ২১ জানুয়ারি জেলা শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে সন্ধ্যায় অনুষ্ঠিত হলো ‘ক্যানভাস পাপেট থিয়েটার’র ১৩ বছরের সৃজনযাত্রার উদযাপন অনুষ্ঠান। অনুষ্ঠানমালায় ছিলো সম্মাননা প্রদান, কর্মশালাপরবর্তী পাপেট নাটক ‘ফড়িং রাজা’এর প্রদর্শনী এবং সনদ বিতরণ। অনুষ্ঠানে পাপেট শিল্পে বিশেষ অবদানের জন্য বাংলাদেশ পুতুলনাট্য গবেষণা ও উন্নয়ন কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও নির্বাহী জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্য ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষক অধ্যাপক ড. রশীদ হারুন এবং বিটার নির্বাহী পরিচালক শিশির দত্তকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে অতিথি ছিলেন চবি নাট্যকলা বিভাগের শিক্ষক ড. কুন্তল বড়ুয়া, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার আয়াজ মাবুদ ও চট্টগ্রাম গ্রুপ থিয়েটার ফোরামের সাধারণ সম্পাদক মুহম্মদ শাহ আলম। সভাপতিত্ব করেন ক্যানভাস পাপেট থিয়েটারের দলপ্রধান মো. কামরুল ইসলাম। অনুষ্ঠানের অংশ হিসেবে সপ্তাহব্যাপী কর্মশালা শেষে কর্মশালাভিত্তিক পাপেট শো ‘ফড়িং রাজা’ মঞ্চস্থ হয়। পরে কর্মশালায় অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধ‘শিকার’ করতে নেপালে যাচ্ছে অপু বিশ্বাস, সঙ্গে কে কে?
পরবর্তী নিবন্ধআইএসের সঙ্গে জড়িত দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান