সিনেমাজগতে ক্যাটরিনা কাইফের বোন ইসাবেল কাইফের পদার্পণের খবর পুরনো। এবার জানা গেল, পুলকিত সম্রাটের বিপরীতে নতুন একটি সিনেমার কাজ শুরু করেছেন ইসাবেল। সামাজিক বিনোদনমূলক সিনেমা হবে ‘সুস্বাগতম খুশআমদেদ’। সামাজিক সমপ্রীতির বিশেষ বার্তা থাকবে এখানে। সিনেমাতে পুলকিতকে দেখা যাবে দিল্লির ছেলে আমান চরিত্রে, আর ইসাবেল হবেন আগ্রার মেয়ে নূর। খবর বাংলানিউজের।
নিজের নতুন সিনেমার ঘোষণা সামাজিকমাধ্যমে নিজেই দিয়েছেন ইসাবেল। সিনেমার দৃশ্যে পুলকিতের সঙ্গে তার কয়েকটি ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন অভিনেত্রী। ছবির ক্যাপশনে তিনি অভিবাদন জানিয়ে বলেন, ‘সুস্বাগতম খুশআমদেদ’ সিনেমার ফার্স্ট লুক আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমি দারুণ উচ্ছ্বসিত।
ইসাবেল সিনেমার কাজ শুরু করেছেন বেশ আগেই। যদিও এখনও আলোর মুখ দেখেনি একটিও। সুরাজ পাঞ্চোলির সঙ্গে একটি ড্যান্সভিত্তিক সিনেমা করছেন তিনি। এছাড়া আয়ুষ শর্মার সঙ্গে ‘ক্বাথা’ নামের সিনেমার কাজ শুরু হয়েছে দু’বছর আগে।