বলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা ক্যাটরিনা কাইফ। বর্তমানে কাজের ব্যস্ততা একটু কম থাকলেও একটা সময় টানা একের পর এক চলচ্চিত্র উপহার দিয়েছেন এই সুন্দরী। লাখো তরুণের ক্রাশ ক্যাটরিনা সোশ্যাল মিডিয়ায় নানা আপডেট দিয়ে থাকেন। সোশ্যাল মিডিয়াতেও তুমুল জনপ্রিয় ক্যাটরিনা। ইনস্টাগ্রামে বাজিমাত করলেন তিনি। তার ফলোয়ার সংখ্যা ৫ কোটি ছাড়িয়েছে। এদিকে ‘টাইগার থ্রি’তে সালমানের বিপরীতে আবারও দেখা যাবে ক্যাটরিনাকে। গোরেগাঁওয়ের এসআরপিএফ গ্র্যাউন্ডে দুবাইয়ের বাজারের আদলে এক বিশাল সেট তৈরি করা হয়েছিল সিনেমাটির জন্য। কিন্তু সেটি ঘূর্ণিঝড় ইয়াসের তাণ্ডবে ভেঙে পড়েছে। তাছাড়া অক্ষয় কুমার ও ক্যাটরিনা জুটির ‘সূর্যবংশী’ছবিটিও এখন মুক্তির অপেক্ষায়। এটি ১৫ আগস্ট মুক্তির কথা রয়েছে।