ক্যাচ ছাড়ার চড়া মূল্য, দক্ষিণ আফ্রিকার কাছে হারল বাংলাদেশ

নারী বিশ্বকাপ ক্রিকেট

ক্রীড়া প্রতিবেদক | মঙ্গলবার , ১৪ অক্টোবর, ২০২৫ at ৪:৩০ পূর্বাহ্ণ

বেশ কয়েকটি ক্যাচ হাতছাড়া, সহজ ক্যাচ ফেলে দেওয়া, রান আউটের একাধিক সুযোগ নষ্ট ইত্যাদির চড়া মূল্যই দিতে হলো বাংলাদেশকে। স্বর্ণা আক্তারের রেকর্ড গড়া ফিফটিতে লড়াইয়ের পুঁজি গড়ে অল্পে রানে দক্ষিণ আফ্রিকার পাঁচ উইকেট নিয়েও পারল না নিগার সুলতানার দল। উইমেন’স ওয়ানডে বিশ্বকাপে গতকাল সোমবার দক্ষিণ আফ্রিকার কাছে ৩ উইকেটে হেরেছে বাংলাদেশ। শেষ ওভারে দক্ষিণ আফ্রিকার জয়ের জন্য প্রয়োজন ছিল ৮ রান। বাংলাদেশের হয়ে বল হাতে ছিলেন নাহিদা। তার করা প্রথম বলেই চার মেরে সমীকরণ সহজ করেন ডে ক্লার্ক। পরের বল ডট খেললেও তৃতীয় বলে ছক্কা হাঁকিয়ে ৩ বল হাতে রেখেই জয় নিশ্চিত করেন ক্লার্ক। বিশাখাপত্তমে টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৩২ রান করে বাংলাদেশ। দলের হয়ে অপরাজিত ফিফটি করেন স্বর্ণা। জবাবে খেলতে নেমে ৪৯ ওভার ৩ বলে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় দক্ষিণ আফ্রিকা। তারা করে ২৩৫ রান। বিশাখাপত্তমে বাংলাদেশের পরবর্তী খেলা ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার বিপক্ষে।

পূর্ববর্তী নিবন্ধদাবি মানতে সরকারকে সময় বেঁধে দিলেন এমপিওভুক্ত শিক্ষকরা
পরবর্তী নিবন্ধচট্টগ্রাম বিএসটিআইয়ে বেড়েছে পণ্য পরীক্ষার সক্ষমতা