ক্বেরাতুল কোরআন মাদরাসায় অভিভাবক সমাবেশ

| বুধবার , ২৪ নভেম্বর, ২০২১ at ১০:৪০ পূর্বাহ্ণ

নগরীর ৩৮নং ওয়ার্ডস্থ ক্বেরাতুল কোরআন ইসলামীয়া দাখিল মাদরাসায় অভিভাবক সমাবেশ ও ২০১৯ সালের বৃত্তিপ্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান গত সোমবার মাদরাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। মাদরাসা পরিচালনা কমিটির সভাপতি মো. ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জিলালি জামে মসজিদের খতিব মাওলানা মো. হাবিবুর রহমান আতিকি, প্রধান আলোচক ছিলেন ইপিজেড কর্ণফুলী মডেল স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মো. এনায়েত হোসেন, বিশেষ অতিথি ছিলেন সানমুন আইডিয়াল স্কুলের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম মল্লিক, আমির সাধু ইসলামীয়া মাদরাসার পরিচালক মাওলানা মো. হুমায়ুন কবির, ইপিজেড কর্ণফুলী বহুমুখী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির বন্দর থানা শাখার সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম। আরও বক্তব্য রাখেন মাওলানা মো. ইয়াছিন, হাফেজ মো. হাফিজুল ইসলাম, মো. রুবেল হোসাইন, মাহাবুব আলম, মাওলানা মো. ফয়সাল, আনজিরা বেগম, ফাতিমা বেগম প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ইসলাম মানবতার ধর্ম, ইসলাম উগ্রবাদ বা জঙ্গীবাদকে সমর্থন করে না। ইসলাম সকল ধর্মের মানুষের ধর্মীয় স্বাধীনতাকে সমর্থন করে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অফিসাররা একে অপরের পরিপূরক
পরবর্তী নিবন্ধমাদরাসা শিক্ষার প্রসারে সরকার আন্তরিক