মহান মুক্তিযুদ্ধের কবিতা, গল্প ও চিঠি নিয়ে বিজয়ের পঙক্তিমালার আবৃত্তি এবং গানের মাধ্যমে মঞ্চায়িত হলো ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন আয়োজিত বিজয় দিবসের অনুষ্ঠান ‘মুক্তিযুদ্ধের কবিতা বিজয়ের আবৃত্তি’। ১৬ ডিসেম্বর বিকালে আজাদী মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে সভাপতিত্ব করেন ক্বণন সভাপতি আবৃত্তি শিল্পের শিক্ষক মোসতাক খন্দকার। সূচনা বক্তব্য রাখেন ক্বণনের কার্যকরী পরিষদের সদস্য আবৃত্তিশিল্পী সৌভিক চৌধুরী।
এরপর আবৃত্তি পরিবেশন করে সৌভিক চৌধুরী, শরীফ মাহমুদ, প্রেমা চৌধুরী, সুস্মিতা চৌধুরী, ইব্রাহীম মাহমুদ, সাবিহা শশী, মহিউদ্দীন মারুফ, মেহজাবিন রুশ্নি, বিবি মরিয়ম, সমৃদ্ধ ধর, কানিজ ফাতেমা নূরী, আসলিরাফ সাইফান রহমান, সাইয়্যেদা সুলতানা এ্যানি, অদিতি দাশ, ওয়ারদাতুল জান্নাহ নওশীন, রেঁনেসা আনসারী, মেহেরিমা বিনতে ফারুক, তিথি নন্দী, সাবিহা মুবাশশিরা, আজমা মার্জিয়া, ফাহিমা মুবাশশিরা, হিমাদ্রী পাল, আকসা আজিন, সিদরাতুল মুনতাহা, আল বেলী ও আরবি। শরীফ মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করে শুভ্রা চক্রবর্তী ও মেহেরিমা বিনতে ফারুক। অনুষ্ঠানে আহসান হাবীব, আবু জাফর ওবায়দুল্লাহ, আল মাহমুদ, সুনীল গঙ্গোপাধ্যায়, আসাদ চৌধুরী, হাসান হাফিজ, রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ, সুকুমার বড়ুয়া, নাসিমা সুলতানা, মারুফুল ইসলাম, জাকির আবু জাফর, ময়ুখ চৌধুরী, বিশ্বজিৎ চৌধুরী, রাশেদ রউফ, মাঈনউদ্দীন জাহেদ প্রমুখ কবির কবিতা অবলম্বনে আবৃত্তি পরিবেশন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।












