ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গনের তিন যুগ পূর্তি অনুষ্ঠান আগামী ১ এপ্রিল বিকাল সাড়ে ৪টায় চট্টগ্রাম থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন একুশে পদক প্রাপ্ত দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। প্রধান আলোচক থাকবেন কবি ও বাচিক শিল্পী আসাদ চৌধুরী এবং সভাপতিত্ব করবেন ক্বণন সভাপতি মোসতাক খন্দকার।
অনুষ্ঠানসূচিতে রয়েছে বিকাল সাড়ে ৪টায় বর্ষপূর্তির আনন্দ উদযাপন, ৫টায় মূলপর্ব আলোচনা, আমন্ত্রিত শিল্পী এবং ক্বণন সদস্যদের বৃন্দ ও একক আবৃত্তি পরিবেশনা। আরও রয়েছে কবিকন্ঠে কবিতাপাঠ। এতে সকল আবৃত্তিপ্রেমীকে সবান্ধব আমন্ত্রণ জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তি।