ক্বণন’র দুই দিনব্যাপী উৎসবের সমাপনী দিনের আয়োজনে অতিথি ছিলেন বরেণ্য আবৃত্তিশিল্পী, গবেষক ও প্রশিক্ষক নাসিম আহমদ, লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যাপক ও আবৃত্তিশিল্পী শায়লা আহমেদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্বণন সভাপতি, প্রতিষ্ঠাতা উদ্যোক্তা ও প্রধান প্রশিক্ষক মোসতাক খন্দকার। ক্বণন সদস্য, আবৃত্তিশিল্পী শুভ্রা চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন, ক্বণন কার্যকরী পরিষদ সদস্য, আবৃত্তিশিল্পী শরীফ মাহমুদ।
অনুষ্ঠানে ক্বণন’র ৪০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনলাইন আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত প্রতিযোগীরা পুরস্কার গ্রহণ করে। তিন বিভাগে ১১ জন প্রতিযোগীকে ক্রেস্ট, সার্টিফিকেট, বই ও প্রাইজমানি দিয়ে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে একক আবৃত্তি পরিবেশনায় অংশ নেন আমন্ত্রিত আবৃত্তিশিল্পী নাসিম আহেমদ, অধ্যাপক শায়লা আহমেদ ও ক্বণন সভাপতি মোসতাক খন্দকার। এছাড়াও একক আবৃত্তিতে অংশ নেন রুম্মান মাহমুদ, সৌভিক চৌধুরী, তৃষা সেন, শরীফ মাহমুদ, প্রেমা চৌধুরী, শুভ্রা চক্রবর্তী, ইব্রাহীম মাহমুদ, সুস্মিতা চৌধুরী, সাবিহা শশী, মুনয়িম আছরা, রাইয়ান, মেহজাবিন, নওশীন, এ্যানী। একক আবৃত্তি পরিবেশন করেন অনলাইন আবৃত্তি প্রতিযোগিতার বিজয়ী প্রিয়ন্তী চৌধুরী, জাবিয়া জান্নাত সৃষ্টি, তাসনূভা নূহা তানজিন প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।












